Shani Shukra Yuti: কর্মফলদাতা শনি এবার কৃপা বর্ষণ করবেন শুক্রকে সঙ্গে নিয়ে! যুতিতে লাভবান ৩ রাশি কারা?
1 মিনিটে পড়ুন Updated: 04 Jan 2025, 09:00 PM ISTশনিদেব ও শুক্রদেবের যুতিতে ২০২৫ সালের শুরুর দিকেই লাভের মুখ দেখবেন বহু রাশির জাতক জাতিকারা।
শনিদেব ও শুক্রদেবের যুতিতে ২০২৫ সালের শুরুর দিকেই লাভের মুখ দেখবেন বহু রাশির জাতক জাতিকারা।
জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহকে ধন আর বিলাসের কারক মনে করা হয়। আর শনিকে সবচেয়ে ক্রুর গ্রহ মনে করা হয়। শনিদেব সকলকে তাঁর কর্ম অনুসারে দেন ফল। এমনটাই বিশ্বাস রয়েছে। জানুয়ারিতে শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন। জ্যোতিষগণনা অনুসারে আগামী ২৮ জানুয়ারি ২০২৫ সালে কুম্ভ রাশিতে শুক্র থাকবেন। সেখানে শনি প্রবেশ করতেই যুতি তৈরি করবেন দুটি গ্রহ। তার প্রভাব সমস্ত রাশিতে পড়তে আরম্ভ করবে। দেখা যাক, তার জেরে লাভবান কারা হন?
মকর
শুক্র আর শনির যুতিতে লাভ রয়েছে মকর রাশির। ধন সম্পত্তির বৃদ্ধিতে এঁরা ব্যাপকভাবে লাভবান হবেন। হতে পারে বিদেশযাত্রা। চাকরি ক্ষেত্রে প্রমোশন কিম্বা ট্রান্সফার হতে পারে। কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে। বিনিয়োগের জন্য এটা ভালো হবে। সব দিক থেকে এই সময় আসবে লাভ।
( 32 Years Without Bath: মহাকুম্ভে ভাইরাল ছোটু বাবা! ৩২ বছর স্নান করেননি কেন? প্রশ্ন শুনেই বললেন...)
তুলা
শুক্র, শনির যুতিতে তুলা রাশিরও কিছু কম লাভ হবে না! আপনার রাশিতে শনি ও শুক্রের যুতি পঞ্চমভাবে সম্পন্ন হবে। ব্যবসায়িক দিক থেকে বিপুল সাফল্য পাবেন। নতুন বছরে পৈতৃক সম্পত্তি থেকে বিস্তর লাভ পাবেন। চাকরিরত জাতক জাতিকারা বেতন বৃদ্ধি থেকে বিস্তর লাভ পাবেন।