India vs Afghanistan T20Is: আপাতত শাকিব আল হাসান ছাড়া বিশ্বের আর কোনও ক্রিকেটারের এই নজির নেই। খুব কাছে রয়েছেন অভিজ্ঞ আফগান অল-রাউন্ডার মহম্মদ নবি।
শাকিবের কৃতিত্বে ভাগ বসাতে পারেন মহম্মদ নবি। ছবি- এএফপি।
ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে শাকিব আল হাসানের একাধিপত্যে থাবা বসাতে পারেন মহম্মদ নবি। অভিজ্ঞ অফগান অল-রাউন্ডার বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অনবদ্য এক মাইলস্টোন টপকে যেতে পারেন এই সিরিজেই।
৩৯ বছরের মহম্মদ নবি এখনও পর্যন্ত আফগানিস্তানের হয়ে ১১২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। তিনি ১০৪টি ইনিংসে ব্যাট করে ১৮৭৭ রান সংগ্রহ করেছেন। সেই সঙ্গে ১০৬টি ইনিংসে বল করে সংগ্রহ করেছেন ৮৮টি উইকেট।
সুতরাং, ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে সাকুল্যে ১২৩ রান সংগ্রহ করলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নবি ২০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। তিনি ৩ ম্যাচে ১২টি উইকেট নিলে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি উইকেটের গণ্ডি ছোঁবেন। নবি যদি ২০০০ রান ও ১০০ উইকেটের গণ্ডি ছুঁতে পারেন, তবে শাকিব আল হাসানের পরে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই ডাবল পূর্ণ করবেন তিনি।
এখনও পর্যন্ত বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০০০-এর বেশি রান ও ১০০-র বেশি উইকেট সংগ্রহ করেছেন শাকিব। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশের তারকা অল-রাউন্ডারের ঝুলিতে রয়েছে ২৩৮২ রান ও ১৪০টি উইকেট। শাকিব এখনও পর্যন্ত মোট ১১৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। তিনি ব্যাট করেছেন ১১৬টি ইনিংসে এবং বল করেছেন ১১৫টি ইনিংসে।
উল্লেখ্য, বৃহস্পতিবার মোহালিতে খেলা হবে ভারত-আফগানিস্তান সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। সিরিজের পরবর্তী ২টি টি-২০ ম্য়াচ খেলা হবে যথাক্রমে ১৪ ও ১৭ জানুয়ারি। সেই ম্য়াচ ২টি আয়োজিত হবে ইন্দোর ও বেঙ্গালুরুতে।
ভারতের বিরুদ্ধে এই সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড নিয়ে এদেশে এসেছে আফগানিস্তান। শুধু পুরোপুরি ফিট নন বলে রশিদ খানকেই যা দলে পাবে না তারা। পিঠে অস্ত্রোপচারের পর থেকে মাঠের বাইরে রয়েছেন রশিদ। ভারতের সফরের ১৯ জনের স্কোয়াডে রশিদকে জায়গা করে দেন আফগান নির্বাচকরা। তবে বোর্ডের তরফে দল ঘোষণার সময়েই ইঙ্গিত দেওয়া হয় যে, রশিদ হয়ত সিরিজের কোনও ম্যাচেই মাঠে নামবেন না। রশিদ মাঠে নামতে না পারলেও আইপিএল খেলা সব তারকাই রয়েছেন আফগানিস্তানের স্কোয়াডে।