আইপিএলে আগে থেকেই এই বিশেষ রেকর্ড নিজের দখলে রেখেছিলেন ট্রেন্ট বোল্ট। সোমবার তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভুবনেশ্বর কুমারের থেকে ব্যবধা🐠ন আরও একটু বাড়িয়ে নিলেন😼 কিউয়ি পেসার। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ইনিংসের প্রথম ওভারেই উইকেট নেওয়া কার্যত অভ্যাসে পরিণত করেছেন ট্রেন্ট বোল্ট। সোমবার আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে সেই অভ্যাস বজায় রাখেন তিনি।
সোমবার𝓰 ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আরসিবিকে শুরুতে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ফিল সল্টকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি। মুম্বইয়ের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন ট্রেন্ট বোল্ট।
বোল্টের প্রথম ওভারের প্রথম বলেই দৃষ্টিনন্দন কভার ড্রাইভে চার মারেন ফিল সল্ট। তবে পরের বলেই পালটা দেন বোল্ট। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিল সল্টের স্টাম্প ছিটকে দেন বোল্ট। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে এই নিয়ে মোট ৩২ বার ইনিওংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেন কিউয়ি স্পিডস্টার।
বোল্ট এই নিয়🦄ে মোট ১০৯টি আইপিএল ম্যাচে মাঠে নামেন। তিনি ১০৮টি ইনিংসে বল করে সাকুল্যে ১২৬টি উইকেট দখল করেন। বোল্ট আইপিএলের ৯৯টি ইনিংসে প্রথম ওভারে বল করতে আসেন, যার মধ্যে ৩২টি ইনিংসে তিনি প্রথম ওভারেই উইকেট তুলে নেন।
ইন্ডিয়ার প্রিমিয়র লিগে সব থেকে বেশিবার ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়ার রেকর্ড রয়েছে বোল্টের নামেই। এই নিরিখে তালিকার দ্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ত🧸িনি আইপিএলে মোট ২৭ বার ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেন। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন প্রবীণ কুমার। তিনি ১৫ বার এমন কৃতিত্ব অর্জন করেন।
আইপিএলে সব থেকে বেশিবার ইনিংসের প্রথম ওভারেই উইকেট
১. ট্রেন্ট বোল্ট- ৩২ বার।
২. ভুবনেশ্বর কুমার- ২৭ বার।
৩. প্রবীণ কুমার- ১৫ বার।
৪. দীপক চাহার- ১৩ বার।
৫. সন্দীপ শর্মা- ১৩ বার।
ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে সার্বিকভাবে টি-২০ ক্রিকেটের ইতিহাসে♎ সব থেকে বেশিবার ইনিংসের প্রথম ওভারে উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে পাকিস্তানের শাহিন আফ্রিদির নামে। তিনি মোট ৫১ বার এমন কৃতিত্ব অর্জন করেছেন। এই নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি ৪৬ বার এই নজির গড়েছেন। ট্রেন্ট বোল্ট র🌺য়েছেন তালিকার ৫ নম্বরে। তিনি মোট ৪২ বার এমন কৃতিত্ব অর্জন করেন।
সোমবার আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে ৪ ওভারে ৫৭ রান খরচ করে🍨 ২টি উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। ফিল সল্ট ছাড়াও বোল্ট সাজঘরে ফেরান আরসিবি দলনায়ক রজত পতিদারক🥀ে।