বাংলা নিউজ > বায়োস্কোপ > TikTok star Mahek Bukhari: মায়ের ২১ বছর বয়সী প্রেমিককে খুনে দোষী সাব্যস্ত বছর ২৪-এর টিকটক তারকা
পরবর্তী খবর
TikTok star Mahek Bukhari: মায়ের ২১ বছর বয়সী প্রেমিককে খুনে দোষী সাব্যস্ত বছর ২৪-এর টিকটক তারকা
1 মিনিটে পড়ুন Updated: 06 Aug 2023, 11:46 AM ISTRanita Goswami
পুলিশ জানিয়েছে, প্রমাণিত হয়েছে যে নিহত শাকিব হুসেনের সঙ্গে প্রায় তিন বছর ধরে মাহেক ভুখারির মা আনসরিন বুখারির সঙ্গে সম্পর্কে ছিলেন। আনসরিন হুসেনের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিলে হুসেন তা মেনে নিতে পারেননি। তিনি আনসরিনের স্বামীকে সম্পর্কের কথা জানানোর এবং যৌন ভিডিও শেয়ার করার হুমকি দেন।
দোষী সাব্যস্ত টিকটক তারকা মাহেক বুখারি
সেক্স টেপ ফাঁসের হুমকি, মায়ের প্রেমিককে খুনে দোষী সাব্যস্ত টিকটক তারকা মাহেক বুখারি, যাঁর বয়স কিনা মাত্র ২৪ বছর। তবে শুধে মাহেক নন, ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন মাহেকের মা নিজেও। ৪ অগস্ট, শুক্রবার ইংল্য়ান্ডের লিসেস্টার ক্রাউন কোর্ট গত তিন মাসের বিচার প্রক্রিয়ার পর জুরিদের সঙ্গে ২৪ ঘন্টা আলোচনার পর এই রায়ে পৌঁছোয়।
গতবছর (২০২২) ফেব্রুয়ারি মাসে শাকিব হুসেন ও তাঁর বন্ধু হাশিম ইজাজউদ্দিন নামে ২১ বছর বয়সী দুই যুবকে পিষে দেয় একটি গাড়ি। এই ঘটনার পর খুনের মামলা দায়ের হয়। বিচার চলাকালীন উপস্থাপিত প্রমাণ থেকে জানা যায় যে টিকটক তারকা মাহেক বুখারি সাকিব হুসেনকে মিথ্যা অজুহাতে দেখা করতে ডাকে। আদালত জেনেছে নিহতদের গাড়িটি অনুসরণ করেছিলেন দুউ আসামী রেখান কারওয়ান এবং রইস জামালের দুটি গাড়ি। অনুগামীরা টার্গেট করে রাখা গাড়িটিকে ধাক্কা দেয়, যাতে সেটি একটি গাছে গিয়ে ধাক্কা মারে এবং তাতে আগুন ধরে যায়।