আগামী মাসেই আসছে সন্তান। আপাতত এই অন্তঃসত্ত্বাকালীন সময়টা চুটিয়ে উপভোগ করছেন টেলিপর্দার 'মিশকা' ওরফে অহনা দত্ত। আপাতত এই সময়টা নিজের বাড়িতে স্বামী দীপঙ্কর, শ্বশুরমশাই ও পোষ্যদের নিয়েই কাটছে অহনার। প্রয়োজনে টুকটাক ঘরের কাজও করছেন। এবার সোশ্যাল মিডিয়ায় রান্নাবান্নার ভিডিয়ো দিলেন হবু মা অহনা।
কী রান্না করছিলেন অহনা?
অহনার পোস্ট করা ভিডিয়োতে তাঁকে রান্নাঘরে গিয়ে বিকেলের খাবারে জন্য পাস্তা বানাতে দেখা যাচ্ছে। অহনার হাতে থাকাা পাত্রে তখন ছিল আগে থেকে সিদ্ধ করে নেওয়া পাস্তা। তাঁকে বলতে শোনা যায়। ‘আজকে আমাদের বিকেলের মেনুতে পাস্তা। যদিও বিকেল শেষ হয়ে রাত হতে চলল, তবে ঠিক আছে, এটাতে আমরা অভ্যস্ত।' তারপর গ্যাসের উনুনের মধ্যে বসানো কড়াইতে থাকা পাস্তার শসের মধ্যে সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলি তিনি দিয়ে দেন। যদিও এরপরে ঠিক কীভাবে খাবারটি তিনি বানালেন, তা দেখানো হয়নি। কারণ ভিডিয়োটি এই পর্যন্ত…।
আরও পড়ুন-ডান্স বাংলা ডান্স-এ একী নাচ! মুখে করে কাঞ্চনের স্কার্ট টেনে ধরে নাচলেন কৌশানি!