কী নিয়ে সমস্যা সেই ব্যাপারে মুখ খোলেননি সৌমিত্র বা সুরজিৎ কেউই। ২০১৫ সালে যখন সুরজিৎ ব্যান্ড ছাড়েন, তখন আঘাত পায় ভূমি-র অনেক অনুরাগীরাই। আজও কি সৌমিত্র মিস করেন ‘প্রাক্তন’কে?
ভূমি ছেড়ে যাওয়া সুরজিতকে কতটা মিস করেন সৌমিত্র?
বাংলা ব্যান্ডের গান বললেই প্রথম যে কয়েকটা নাম মানুষের মনে ভেসে আসে তার মধ্যে রয়েছে ভূমি। ১৯৯৯ সালে পথচলা শুরু করেছিল এই ব্যান্ড। দেখতে দেখতে ২৪টা বছর পার। সুরজিৎ চট্টোপধ্যায় ও সৌমিত্র রায় এর উদ্যোগেই চালু হয়েছিল তাঁদের এই সফর। যদিও বর্তমানে সুরজিৎ চট্টোপধ্যায় বেরিয়ে গিয়েছেন দল ছেড়ে। ২০১৫ সালেই ঘটে বিচ্ছেদ।
শোনা যায়, সুরজিৎ আর সৌমিত্রের মধ্যে নাকি সমস্যা শুরু হয়েছিল ২০১১ সাল নাগাদ। শো-র ভরা সময়ে ব্রেক নিতে চেয়েছিলেন সৌমিত্র, মানা করেন সুরজিৎ। সেই থেকেই নাকি মনোমালিন্যর শুরু। তবে এসবই রটনা। একে-অপরের বিরুদ্ধে কখনও কথা বলেননি প্রকাশ্যে। গলায় অভিমান ধরা পড়লেও, থাকে না কোনও রাগ। আরও পড়ুন:‘প্রথমে বর বদল, তারপর দল বদল’, মহানায়ক সম্মান নিয়ে বিজেপি করা শ্রাবন্তীকে ট্রোল
একটু অভিমানের সুরেই বললেন, ‘যে পরিবার থেকে বের হয়ে যায় তাঁকে তো ফিরিয়ে আনা যায় না। ওকে অনেক অনুরোধও করা হয়েছে। এখন তো নিজের ব্যান্ডও খুলেছেন। আর ফেরার প্রশ্নই ওঠে না কোনও! খারাপ লাগে, পুরনোরা সবাই আছে। শুধু ঐ একমাত্র দল থেকে বেড়িয়ে গেল।’ আরও পড়ুন: ভাত খেয়েই করেন এই ৫ কাজ! এজন্য হুড়মুড়িয়ে বাড়ছে ওজন