জমে উঠেছে ইন্ডিয়ান আইডল ১২। এই সপ্তাহের বিশেষ পর্বে বিচারকের বিশেষ আসনে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন করণ জোহর। আগামী কয়েক এপিসোডের মধ্যেই জানা যাবে কে হবে শো-এর বিজয়ী। শেষ ছয় প্রতিযোগীর মধ্যে চলছে জোরদার টক্কর। এই সময় ইন্ডিয়ান আইডল ১২-এ অনেকে অতিথি বিচারক হিসেবে আসছেন।
সম্প্রতি একটি প্রোমো সামনে এসেছে। সেখানে অতিথি বিচারকের আসনে রয়েছেন করণ জোহর। সকল প্রতিযোগির গানই মুগ্ধ করেছে করণকে। তবে বনগাঁর অরুণিতা কাঞ্জিলালের গানে সবচেয়ে বেশি মুগ্ধ করণ। রিয়ালিটি শো-তে এসে অরুণিতার প্রশংসা করতে দেখা যায় পরিচালক তথা প্রযোজক করণকে।
'কভি খুশি কভি গম' ছবির ‘মেরে সাঁনসো মে’ গানটি গাইতে দেখা গেছে অরুণিতাকে। অমিতাভ, শাহরুখ, জয়া বচ্চন, কাজল, হৃত্বিক থেকে করিনা ছবিতে অভিনয় করেছেন একগুচ্ছ তারকা। 'কভি খুশি কভি গম' ছবির টাইটেল গানটি এদিন মঞ্চে গেয়ে শোনান অরুণিতা। যা শুনে মুগ্ধ হয়ে যান করণ জোহর। সেখানেই একটি বড় ঘোষণা করে ফেলেন। তিনি অরুণিতাকে বলেন, ‘আজ থেকে আমি আরও এক গায়িকার ভক্ত হয়ে গেলাম। আর সেটা হলে তুমি’।
পাশাপাশি মঞ্চে দাঁড়িয়েই করণ আরও বলেন, অরুণিতাকে ধর্মা ফিল্মসের তরফে অভিনন্দন। এ বছরেই তাঁর ছবিতে গান গাইবেন অরুণিতা। ধর্মা ফ্যামেলির নতুন সদস্য বনগাঁর মেয়েটি। প্রথমবার রিয়েলিটি শোতে গিয়েই দর্শকের মন জয় করে নিয়েছেন অরুণিতা। রিয়ালিটি শো-তে কি তিনি প্রথম হতে পারবেন? যদিও বলিউডে কিন্তু নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি, সেই বিষয় কোনও সন্দেহ নেই।