শার্লিন চোপড়া এবং রাখি সাওয়ান্তের ক্যাটফাইট বেশ কিছুদিন ধরেই শিরোনামে। পরিচালক সাজিদ খানকে দুই টেলি তারকার বাগবিতণ্ডা তুঙ্গে। সাজিদের বিগ বসের ঘরে যোগদান নিয়ে আওয়াজ তুলেছিলেন শার্লিন চোপড়া। প্রতিবাদী শার্লিন চোপড়া অভিযুক্ত পরিচালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পর্যন্ত জমা দিয়েছিলেন। তবে এক্ষেত্রে সাজিদের হয়ে সোচ্চার রাখি।
ব্ল্যাকমেল করার জন্য সেলিব্রিটিদের সঙ্গে অশ্লীল ভিডিয়ো শ্যুট করেন, শার্লিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রাখির। দুজনের মধ্যে চলছে অভিযোগ পালটা অভিযোগের পালা। শার্লিন রাখিকে ‘চর্বির দোকান’ বলে কটাক্ষ করেছেন। এর পালটা রাখি তাঁকে পর্ন তারকা বলে কটাক্ষ করেন।
আরও পড়ুন: হাসপাতালে প্রথম পরিচয়, ‘ও নিজেই এসেছিল আলাপ করতে’, ঐন্দ্রিলাকে নিয়ে লিখলেন গৌরব
সম্প্রতি প্রেমিক আদিলের সঙ্গে মুম্বইয়ে পাপারাৎজ্জির মুখোমুখি হন রাখি। মিডিয়ার সামনে রাখি দাবি করেন, শার্লিন একজন পর্ন তারকা এবং ইউটিউবে তাঁর প্রচুর প্রলোভনমূলক ছবি এবং ভিডিয়ো পাওয়া যাবে। ও সেলিব্রিটি, রাজনীতিবিদদের সঙ্গে নিজেই ঘনিষ্ট হয়ে আপোষমূলক ভিডিয়ো শ্যুট করে। পরে প্রভাবশালী ও শক্তিশালী ব্যক্তিত্বদের সেই নিয়ে ব্ল্যাকমেল করেন।