গৌতম বাসুদেব মেননের ২০১০ সালের ছবি ‘ইয়ে মায়া চেসাভে’ দিয়ে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন। বিনোদন জগতে ১৫ বছর হয়ে গিয়েছে তাঁর। এই ছবির সুবাদেই প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে প্রথম দেখা হয় সামান্থার। জি তেলেগু আয়োজিত অপ্সরা পুরষ্কার অনুষ্ঠানে, সামান্থাকে ১৫ বছরের মাইলফলকের জন্য সম্মানিত করা হয়। নাগার সঙ্গে এখন আর সম্পর্ক নেই সামান্থার কিন্তু প্রাক্তন শাশুড়ি অমলা আক্কিনেনি এরপরও প্রাক্তন বউমার জন্য গর্ব প্রকাশ করেন। অমলার চোখে মুখেই ফুটে ওঠেছে সেই ভাব।
আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় গাড়ি এসে ধাক্কা দিল সোনু নিগমকে! অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন গায়ক
জি তেলেগু পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের একটি প্রোমো পোস্ট করেছে। সেখানে দেখা গিয়েছে এই অনুষ্ঠানটি ২৪ মে বিকেল ৫ টা বেজে ৩০ মিনিট থেকে স্মপ্রচারিত হবে। চ্যানেলের পক্ষ থেকে সমাজমাধ্যমের পাতায় শেয়ার করে লেখা হয়েছে, ‘এস ইজ ফর সামান্থা, এস ইজ ফর সাকসেস - অপ্সরা পুরষ্কার মঞ্চে সামান্থার ১৫টি গৌরবময় বছরের উদযাপন!’
ভিডিয়োতে সামান্থাকে মঞ্চে উপস্থাপকদের সঙ্গে একটি কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করতে দেখা গিয়েছে। সেখানে নায়িকাকে নিজের বক্তব্যও রাখতে শোনা যায়। ভিডিয়োয় তিনি বলেন, ‘তেলেগু (চলচ্চিত্র) ইন্ড্রাস্টি আমাকে সব কিছু দিয়েছে। এখানেই আমার কর্মভূমি। আমি সব সময় তেলুগু দর্শকদের প্রায়োরিটি লিস্টে প্রথমে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।’ তারপর ভিডিয়োয় অমলাকে দেখা যায়, তাঁকে হাসি মুখে আনন্দের সঙ্গে হাততালি দিতে দেখা যায়।