অমৃতা রাও- এর সঙ্গে ‘বিবাহ’ ছবিতে নজর কেড়েছিলেন শাহিদ। সুরাজ বর্জাতিয়া পরিচালিত এই ছবি বহু বছর আগে মুক্তি পেলেও এখনও তা স্মৃতির পাতায় অমলিন। বহু দর্শকের প্রথম সারির পছন্দের ছবিগুলির মধ্যে এটি অন্যতম। কিন্তু এই ছবিতেই নাকি এক সময় কাজ করতে চাননি শাহিদ। অভিনেতা নিজেই এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।
শাহিদের জীবনের অন্যতম হিট 'বিবাহ', ছবিটি নাকি করতে চাননি তিনি? মুখ খুললেন নায়ক
'ইশক ভিশক' দিয়ে বলিপাড়ায় পা রেখেছিলেন শাহিদ কাপুর। তারপর প্রায় ২১ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। অভিনেতার জীবনে নানা ওঠাপড়া এসেছে। তবে একটি ছবি ঘুরিয়ে দিয়েছিল তাঁর জীবনের মোড়। নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কোন ছবি কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ ঠিক আন্দাজ করেছেন ‘বিবাহ’। এই ছবির সুবাদেই ঘুরে গিয়েছিল শাহিদের কেরিয়ারের মোড়।
অমৃতা রাও- এর সঙ্গে এই ছবিতে নজর কেড়েছিলেন শাহিদ। সুরাজ বর্জাতিয়া পরিচালিত এই ছবি বহু বছর আগে মুক্তি পেলেও এখনও তা স্মৃতির পাতায় অমলিন। বহু দর্শকের প্রথম সারির পছন্দের ছবিগুলির মধ্যে এটি অন্যতম। কিন্তু এই ছবিতেই নাকি এক সময় কাজ করতে চাননি শাহিদ। অভিনেতা নিজেই এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।
বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহিদ জানান সেই সময় তাঁর একে পর এক ছবি ফ্লপ হওয়া সত্ত্বেও সুরজ তাঁকে বিশ্বাস করেছিলেন। অভিনেতার কথায়, ‘আমার মনে আছে যখন আমি বিভা করেছিলাম, তাঁর আগে এক মাসে আমার তিনটি ফ্লপ রিলিজ হয়েছিল। আমরা ৮-৯ দিন ধরে ছবির শ্যুটিং করে ফেলেছিলাম। কিন্তু তারপর ছবিগুলি মুক্তি পায় আর ফ্লপ হয়। সেই সময় আমি খুব ভেঙে পড়েছিলাম। অনেকটা খারাপ লাগা নিয়েই আমি সুরজজির কাছে গিয়ে বলেছিলাম যে, তিনি চাইলে আমাকে বদলে দিতে পারেন। তখন আমার মনে হয়েছিল কেন কেউ চাইবেন আমার সঙ্গে কাজ করতে?’
অভিনেতার কথায়,'আমি এক মাসে তিনটি ফ্লপ ছবি দিয়েছিলাম। একটি ফ্লপ ছিল সঞ্জয় দত্তের সঙ্গে, অন্যটি ছিল অজয় দেবগনের সঙ্গে আর একটি ছিল অক্ষয় কুমারের সঙ্গে। এত বড় তারকাদের সঙ্গে ছবি করেও ফ্লপ! আমি ভেবেছিলাম আমারই ভাগ্য খারাপ।'
তিনি আরও বলেন, ‘কিন্তু সুরাজজি আমাকে বলেছিলেন, ‘আপনি ক্যামেরার সামনে যা করতে জানেন, তা করুন এবং বাকিটা আমার উপর ছেড়ে দিন’। সেই সময়ে 'বিভা' ছিল আমার সবচেয়ে বড় হিট। তিনি আমার পাশে ছিলেন এবং আমাকে বিশ্বাস করেছিলেন। সেই সময়ের সুরাজজি এবং ‘বিবাহ’ আমার সেরা স্মৃতি হয়ে থাকবে।'
প্রসঙ্গত, ছবিটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। সেই বছরের সবচেয়ে বড় হিট সিনেমা ছিল সেটি। ছবির গান ও দৃশ্যগুলি আজ দর্শকদের মনের মনিকোঠায় তোলা আছে। যেমন- অমৃতা রাও- এর 'জল লিজিয়ে' দৃশ্য।