গত ১৪ জুলাই শোভন গঙ্গোপাধ্যায়ের গলায় মালা দিয়েছেন তিনি। মা🍎ত্র এক বছরের🅷 প্রেমের পর বিয়ে করলেন সোহিনী সরকার। তাঁদের বিয়েতে কেবলই তাঁদের নিকট বন্ধু এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন। কিন্তু বিয়ের মাস পেরোনোর আগেই কার উপর রাগ, ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী?
কী জানিয়েছেন সোহিনী সরকার?
সম্প্রতি সন্দেশ টিভির একটি💛 শোতে গিয়েছিলেন সোহিনী সরক🅺ার। সেখানেই তিনি তাঁর ভিতর জমে থাকা রাগ, অভিমান নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী জানিয়েছেন তাঁর যে কেবল আনন্দে থাকলেই অভিনয় করতে ইচ্ছে করে এমনটা মোটেই নয়। বরং তিনি এমন কাজ করতে চান যেগুলো তাঁর ভিতর জমে থাকা রাগগুলোকে টেনে বের করে আনতে পারে। তাঁর ভিতরে থাকা হিংসের বহিঃপ্রকাশ ঘটাতে পারেন কাজের মাধ্যমে। এমনকি যেন সেই কাজ তাঁর বিরক্তিও কমায়।
আরও পড়ুন: অগস্ট ♔থেকেই শুরু ‘অমর সঙ্গী’র পথচলা! নীল - শ্যামৌপ্তির প🌼্রেম কাহিনির জন্য বন্ধ হচ্ছে কোন মেগা?
সোহিনী জানিয়েছেন শিল্পীরা অন্যান্য সাধারণ মানুষের তুলনায় স্পর্শকাতর হন বেশি। তাঁরা তাঁদের ꦰদুঃখ যন্ত্রণা তাঁদের কাজের মধ্যে দিয়েই বের করে থাকেন। মান অভিমান হলেও। তিনিও সেটার ব্যতিক্রম নন। তাই তিনি এমন কাজ করতে চান যেগুলো তাঁর অন্দরে জমা এই জিন🥃িসগুলো বের করতে পারে।
সোহিনী আরও জানিয়ে▨ছেন, 'আমার জীবনে ভালো প্রেম আছে মানেই আমি ভালো আছি এমনটা নয়। মানুষ একা থাকতে পারে না কখনই। সমাজে মানুষ থাকে সবাইকে নিয়ে থাকবে বলেই। সেখানে আশেপাশের মানুষরা যদি ভালো না থাকে নিজেও ভালো থাকা যায় না। তাই সেই খারাপ থাকাগুলোর জন্য যে বিরক্তি তৈরি হয় সেগুলো বের করার জন্য আমি কাজ করতে চাই।'
আরও পড়ুন: 'ইতিহাস গড়া'র💎 টোপ! সলমনকে হত্যার জন্য শুটারদের মোট কত টাকা দিয়েছিলেন লরেন্স বিষ্♚ণোই?
আরও পড়ুন: 'তোমার থেকে দয়ালু আর 🐽কাউকে...' ৩৩ -এ পা কিয়ারার, স্ত্রীর জন্মদিনে আদুরে বার্ত༒ায় কী লিখলেন সিদ্ধার্থ?
প্রসঙ্গত সোহিনী সরকারকে শেষবার অথৈ ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তাঁর সঙ্গ🎶ে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য এবং অর্ণ মুখোপাধ্যায়।