দেশের শীর্ষ প্রযুক্তি সংস্থা টিসিএস, ইনফোসিস এবং উইপ্রোকে একটি স্বদেশি মোবা𒆙ইল অপারেটিং সিস্টেম তৈরির আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যা নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ডেটাকোয়েস্ট ইন্ডিয়া আয়োজিত ৩২ তম আইসিটি বিজনেস অ্যাওয়ার্ডস ও ডিজিটাল লিডারশিপ কনক্লেভে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আরও পড়ুন -𝄹Telangana Tunnel Rescue: তেলাঙ্গানার সড়ঙ্গে সন্ধান মিলেছে মৃতদেꦜহের, আটকে যায় মেশিনে
ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'আমি এই মঞ্চ থেকে ইনফোসিস, টিস꧂িএস, উইপ্রোর মতো বড় সংস্থাগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছি। আমাদের দেশের জন্য একটি মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করুন।' তিনি আরও বলেন, 'আপনারা সেবা প্রদানে দারুণ কাজ করেছেন, কিন্তু এখন আমাদের পণ্য-কেন্দ্রিক হওয়ার সময়। কেন্দ্রীয় সরকার এতে সম্পূর্ণ সমর্থন দেবে।'
প্রযুক্তিতে ভারতকে শীর্ষে নিয়ে যাওয়ার সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে অশ্বিনী বৈষ্ণব জানা🌟ন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ব🔴ড় স্বপ্ন দেখার প্রেরণা দিয়েছেন। আজকের সমস্যা সমাধানের পাশাপাশি ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য শীর্ষ ৫ প্রযুক্তি কোম্পানির মধ্যে থাকা। একদিন জি৭ বা জি-২০ গোষ্ঠীর সঙ্গে টি৫-এর অংশ হিসেবে ধরা হবে।'
আর🎀ও পড়ুন -Telangana Tunnel Rescue: তেলাঙ্গানার সড়ঙ্গে সন্ধান মিলেছে মৃতদেহের, আটকে যায় মেশিনে
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে ভারতের নেতৃত্বের প্রচেষ্টার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, পাঁচটি ইউনিট তৈরি হচ্ছে এবং এ বছরই ‘মেড ইন ইন্ডিয়া’ চিপ আসবে। 🐎কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউট পোর্টাল চালুর কথা বলে তিনি জানান, 'গতকাল ১৪,০০০ জিপিইউ-এর কম্পিউট সুবিধা চালু হয়েছে। এটি গবেষক, ছাত্র ও স্টার্ট-আপদের জনꦓ্য উন্মুক্ত, যাতে তারা এআই মডেল তৈরি করতে পারে।' তিনি আরও জানান, তৃতীয় মেয়াদে স্বাধীন এআই মডেল, সমস্যা কেন্দ্রিক ছোট মডেল, জিপিইউ উৎপাদন, স্টার্টআপ ও প্রতিভা উন্নয়নে জোর দেওয়া হবে। তিনি আশাবাদী, আগামী ১২ মাসে ভারতের নিজস্ব মৌলিক এআই মডেল তৈরি হবে।