সইফকাণ্ডে মুম্বই পুলিশের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করল কংগ্রেস। সম্প্রতি এই নিয়ে হাত শিবির প্রশ্ন তুলল, গ্রেফতার হওয়া শরিফুল এবং সিসিটিভিতে দেখা যাওয়া ব্যক্তি কি আদৌ এক? এই আবহে শুক্রবার কংগ্রেস নেতা নানা পাটোলে বলেন, 'আইনশৃঙ্খলার প্রশ্নে হিন্দু-মুসলিম না দেখে আসল অপরাধীকে ধরতে হবে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ব্যক্তি এবং (সইফ হামলা মামলায় যাঁকে গ্রেফতার করা হয়েছে) তিনি একই ব্যক্তি নন বলে রিপোর্ট রয়েছে।' (আরও পড়ুন: সইফকাণ্ডে ধৃত শরিফুলের বাবা নাকি BNP নেতা, ছেলেকে নিয়ে বললেন...)
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয়ের ফাঁসি চেয়ে CBI মামলার শুনানি কবে? জানাল হাই কোর্ট
নানা পাটোলে এই ঘটনা নিয়ে আরও বলেন, 'এর আগে পুলিশ কয়েকজন লুকালাইককে আটক করে ছেড়ে দিয়েছিল। এটা দুঃখজনক যে সিনে শিল্পী থেকে সাধারণ মানুষ, কেউই সুরক্ষিত নন। সইফ আলি খানের মতো অভিনেতা যদি মাঝরাতে মুম্বইয়ের অন্যতম নিরাপদ এলাকা বলে পরিচিত বান্দ্রায় আক্রান্ত হতে পারেন, তাহলে শুধু সেলিব্রিটিরাই নন, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠবে।' অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মতো অন্যান্য হাই প্রোফাইল মামলা পরিচালনার জন্য ক্ষমতাসীন বিজেপির সমালোচনাও করেছেন কংগ্রেস নেতা। উল্লেখ্য, বিজেপি সরকার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত সিবিআই কোনও রিপোর্ট জমা দেয়নি। (আরও পড়ুন: ১৪ অগস্টের পর… আদালতে বড় কথা জানান CBI-এর সীমা,খুন-ধর্ষণের পুনর্নির্মাণ হয়েছিল?)
আরও পড়ুন: আরজি করের বেঞ্চে শুয়ে ছিল 'রহস্যময়', ২ রাত আগেও নির্যাতিতার কাছে যায় এক মত্ত
এর আগে মুম্বই পুলিশ জানিয়েছিল, সইফের ওপর হামলা চালানো শরিফুল ৫ থেকে ৬ মাস আগে মুম্বইতে আসে। সে কিছুদিন মুম্বইয়ে থাকে। পরে মুম্বইয়ের আশেপাশে শহরতলিতে থাকে। মুম্বইয়ের কসরভাদাভালি থানার পুলিশ যৌথ অভিযানে রবিবার ভোরবেলা পশ্চিম থাণের হিরনন্দানি এস্টেট এলাকায় মেট্রো রেলের শ্রমিক বস্তি থেকে তাকে গ্রেফতার করে। সেই অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করত। তার কাছ থেকে ভুয়ো নথিপত্র মিলেছে। তবে ভারতীয় নাগরিক হওয়ার কোনও বৈধ পরিচয়পত্র সে দেখাতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ডাকাতির উদ্দেশ্য নিয়েই সইফের বাড়িতে ঢুকেছিল শরিফুল। এই ব্যক্তি এর আগে বিজয় দাস ছাড়াও মহম্মদ ইলিয়াস পরিচয় দিয়েও থেকেছে বলে দাবি করে পুলিশ। (আরও পড়ুন: আচমকা বন্ধ হল FITJEE-র একের পর এক কোচিং সেন্টার, মাথায় হাত পড়ুয়াদের!)
আরও পড়ুন: নিয়মের নামে পকেট কাটার চেষ্টা? জিও-Vi-এয়ারটেলকে পাশ করতে হবে TRAI-এর পরীক্ষা
পুলিশ ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, গত ১৬ জানুয়ারি ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সইফ-করিনার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে চুরির উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। অভিনেতা বাধ দিলে তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করে সে। এদিকে শরিফুলের আইনজীবী দাবি করেন, পরিবার নিয়ে গত অনেক বছর ধরেই নাকি এখানে থাকছে শরিফুল। অভিযুক্তর পরিবারও মুম্বইতেই থাকেন জানান আইনজীবী। এই আবহে পুলিশের অনুপ্রবেশের সময় সংক্রান্ত দাবি ভুল বলে দাবি করে শরিফুলের আইনজীবী। তবে পুলিশ বলছে, মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল শরিফুল। তার কাছে নদিয়ার এক ব্যক্তির নামে সিমকার্ড আছে।