পশ্চিমবঙ্গে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানোর জꦺন্য রাজ্যে♍র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ির সঙ্গে দেখা করেন এবং তাঁর সঙ্গে বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা করেন।
পশ্চিমবঙ্গে বৈদ্যুতিক যান উত্পাদনের শিল্প এলে খুব ভাল হয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় পরিবহন মন্ত্র🌱ী নিতিন গডকরির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই একথা বলেন তিনি।
কেন্দ🤡্রীয় মন্ত্রীকে মমতা আরও বলেন, 'পশ্চিমবঙ্গে অনেক যথাযথ রাস্তা প্রয়োজন। তার কারণ আমাদের রাজ্য বাংলাদেশ, নেপাল, ভুটান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমানায় রয়েছে।'
মুখ্যমন্ত্রী বলেন, 'আমি অনুরোধ করছি যে, আমাদের রাজ্যে যদি একটি বৈদ্যুতিক বাস, বৈদ্যুতিক অটো, বৈদ্যꦯুতিক স্কুটার তৈরির শিল্প আসে তাহলে ভাল হয়।'
ক্ষমতাসীন বিজেপি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনের উদ্দেশ্যে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা বাদেও অন্য কাজও সারছেন এই সফরেই। গডকড়ির সঙ্গে আলোচনার সময়ে তাজপুরে গভীর সমুদ্র বন্দরসহ স্থগিত রাস্তা ও পরিবহন প্রকল্প নিয়ে আলোচনা করেন মমতা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় ধাপের অধীনে পশ্চিমবঙ্গে গ্রামীণ রাস্তা নির্মাণ নিয়ে একটি রিপোর্টও উপস্থাপন করেন তিনি। কলকাতায় ত্রিস্তরীয় উড়ালপুলের কথাও বলেন মুখ্🐻যমন্ত্রী।
কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এই প্রস্তাবিত সমুদ্রবন্দর তৈরিতে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। ত🗹াজপুরের এই গভীর সমুদ্রবন্দর তৈরি হলে পশ্চিমবঙ্গে🌺 ২৫ হাজার কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে।
কী উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী?
'নিতিন গডকড়ি আমার মুখ্যসচিবকে পাঠাতে বলেছেন। তাঁর ডিজি, পিডব্লিউডি মন্ত্রী, সচিব, পরিবহন সচিব এবং তিনি নিজে আলোচনায় বসবেন। গডকড়িজির সুবিধা মতো, আম🌼ি আমার মুখ্যসচিবকে তাঁর সাথে দেখা করতে পাঠাব,' জানালেন মুখ্যমন্ত্রী।
�꧅�সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শীঘ্রই পেট্রোলিয়াম, বিমান, রেলওয়ে, বাণিজ্য ইত্যাদি গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রীদের সঙ্গেও দেখা করবেন।