বারংবার বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন রাহুল গান্ধী। উত্তরে তিনি কখনও বলেছেন, সঠিক মেয়ে এলে নিশ্চয়ই বিয়ে করবেন। কখনও বা তাঁর দাবি ছিল যে তিনি পার্টির সঙ্গেই বিয়ে করেছেন। জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে 🐲আবারও এই ꦕপ্রশ্নের মুখে ৫৪ বছর বয়সী রাহুল গান্ধী।
সম্প্রতি, জম্মু ও কাশ্মীর সফরে শ্রীনগরে পৌঁছেছিলেন রাহুল। সেখানেই তাঁকে একই প্রশ্নের সম্মুখীন হতꦺে হয়েছে। তবে এবার কংগ্রেস সুপ্রিমোকে বিয়ে নিয়ে প্রশ্ন করে বসেছেন কলেজের কয়েকজন শিক্ষার্থী। আসলে, এদিন ওই ছাত্রীদের সঙ্গে রাজনীতি, শিক্ষা, চাকরি এবং অবশ্যই, বিয়ের বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করছিলেন রাহুল। তখনই উঠে আসে তাঁর বিয়ের প্রশ্নটি। টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাশ্মীরের তরুণ শিক্ষার্থীদের সঙ্গে নিজের এইꦺ মনখোলা কথোপকথনের ভিডিয়োও শেয়ার করেছেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: (Supreme court: পকসো মামলায় নির্যাতিতাদের বারবার আদালতে তলব করা উচিত নয়- সুপ্রিম ক🐈োর্ট)
কী দেখা গিয়েছে ভিডিয়োতে
ভিডিয়ো জুড়ে রাহুলকে কাশ্মীরের ছাত্রীদের সঙ্গে গল্প করতে দেখা গিয়েছে। সাদা টি-শার্ট পড়ে খোলা মাঠে ছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন ত🅷িনি। এসময়ই এক ছাত্রী তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করে ಞবসেন। উত্তর দিতে গিয়ে একেবারেই চুপ করে থাকেননি রাহুল। এ বিষয়ে কংগ্রেস নেতার স্পষ্ট দাবি, 'এখনই কোনও পরিকল্পনা নেই। যদি হয় তাহলেও ঠিক আছে। গত ২০ থেকে ৩০ বছর ধরে এই বিয়ে করার চাপ থেকে আমি এখন বেরিয়ে এসেছি। তখনই ছাত্রীর দাবি, বিয়ের দিন যাতে তাঁদের আমন্ত্রণ জানানো হয়। চওড়া হাসি মুখে রাহুলের প্রত্যুত্তর, করবেন নিশ্চয়ই।
আরও পড়ুন: (FIR against Mamata: বাংলার মুখ্যমন্ত্রী মমতা 👍বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর)
এর বাইরে ভিডিয়ো শেয়ার করে ইন্সটাগ্রামে রাহুল লিখেছেন, কাশ্মীরের ছাত্রীদের সঙ্গে কথোপকথনে তিনি খোলাখুলিভাবে গোটা দেশের নারী শক্তির অসুবিধা বিষয়ে জানতে পেরেছেন। ভারতীয় নারীরা আজ সর্বত্র বৈষম্য, নৃশংসতা ও নিপীড়নের শিকার। এর অ൩বসান ঘটাতে হলে সামাজিক স্তরে পরিবর্তন আনতে হবে, পুরুষের মানসিকতায় পরিবর্তন আনতে হবে- তবেই আমরা দেশের নারীদের একটি নিরাপদ সমাজ দিতে পারব।
ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হচ্ছে এই ভিডিয়ো
বলা বাহুল্য, রাহুল গান্ধীর এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে ৪ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক প্রতিক্রিয়াও পেয়েছে এটি। এ প্রসঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, 'এই ধরনের ভিডিয়ো খুবই তথ্যপূর্ণ। রাহুলের উচিত বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে এই ধরনের কথোপকথন চালিয়ে যাওয়া। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'কাশ্মীরে বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধির বিষয়ে মেয়েটির মন্তব্য শুধুমাত্র কাশ্মীরের জন্যই নয়, সমগ্র দেশের জন্য গ꧟ুরুতর উদ্বেগের বিষয়।'
আরও পড়ুন: (রাজ্য শুধু দ🅘িয়েছিল প্র𓃲স্তাব, মহিলাদের সন্ধ্যা হলেই বাড়ি যেতে বলল কলকাতার কেন্দ্রীয় সরকারি সংস্থা)
গত এক বছরে তৃতীয়বারের মতো আলোচিত রাহুল গান্ধীর বিয়ে
তিন মাস আগে উত্তরপ্রদেশের রায়বেরেলিতে এক জনসভায় তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গত বছর জুনে লালু যাদবও রাহুলকে তাড়াতাড়ি বিয়ে করার কথা বলেছিলেন। এই বছরের শুরু𝓡তে, তাঁর মনোনয়নের পরে প্রথমবারের মতো রায়বেরেলি সংসদীয় কেন্দ্রে একটি সমাবেশের সময় প্রশ্নটি উঠেছিল। তখনই রাহুল মশকরা করে উত্তর দিয়ে বলেছিলেন, শীঘ্রই করতে হবে এবার। গত বছরের জুনে, পাটনায় একটি মেগা ইভেন্টে রাহুল গান্ধীকে বিয়ে করার জন্য অনুরোধ করেছিলেন লালু যাদবও। কংগ্রেস নেতা সেখানেও চটপটে জবাব দিয়েছিলেন: এখন, আপনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚি যা বলেছেন, তাই হবে।
গত অক্টোবরেও, জয়পুরের মহারানি কলেজের ছাত্রদের সঙ্গে কথা বলার সময়, একই জিনিস জিজ্ঞাসা করা হয়েছিল রাহুল গান্ধীকে। ৫৩ বছর বয়সী 🎃এক মহিলা প্রশ্ন করেছিলেন, তুমি খুব স্মার্ট আর দ♔েখতে সুন্দর। বিয়ের কথা ভাবলে না কেন? রাহুল তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছিলেন, ‘কারণ আমি আমার কাজ এবং কংগ্রেস পার্টিতে সম্পূর্ণভাবে আটকে আছি।’