উত্পাদনই বা কম কেন? এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, 'প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ(PLI) স্কিমে গলদের কারণেই দেশে উত্পাদনের বৃদ্ধি হচ্ছে না। ভারতে শুধুমাত্র সম্পূর্ণ ফিনিশ করা ফোনেই এই ভর্তুকি প্রদান করা হয়। কিন্তু ভারতে উত্পাদনের মাধ্যমে ভ্যালু অ্যাডের কারণে কোনও ভর্তুকি প্রদান করা হয় না।'
ফাইল ছবি: ব্লুমবার্গ
মোবাইল ফোন রফতানিতে বিশ্বে চিনের পরেই দ্বিতীয় স্থানে ভারত। কিন্তু এতে খুব একটা খুশির কিছু নেই। এমনই মত রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের। কিন্তু এমন বলার কারণ কী? তিনি বলেন, 'মোবাইল ফোন অ্যাসেম্বলি করার কারণেই এই বেশি পরিমাণে রফতানি। উত্পাদনের মাধ্যমে এই সংখ্যা বাড়েনি।' আরও পড়ুন: আপনার স্মার্টফোনে এই ফিচারটি রয়েছে তো? আবশ্যিক করেছে সরকার
কিন্তু উত্পাদনই বা কম কেন? এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, 'প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ(PLI) স্কিমে গলদের কারণেই দেশে উত্পাদনের বৃদ্ধি হচ্ছে না। ভারতে শুধুমাত্র সম্পূর্ণ ফিনিশ করা ফোনেই এই ভর্তুকি প্রদান করা হয়। কিন্তু ভারতে উত্পাদনের মাধ্যমে ভ্যালু অ্যাডের কারণে কোনও ভর্তুকি প্রদান করা হয় না।'
প্রাক্তন গভর্নর আরও বলেন, ভারতে অ্যাসেম্বলই বেশি করা হয়। যদিও নির্মাতারা দাবি করছেন যে তাঁরা ভবিষ্যতে আরও বেশি উত্পাদন করতে চান। তাই ভারতে এখনও মোবাইল ফোন রফতানির বেশিরভাগটাই উত্পাদন নয়, অ্যাসেম্বলি। ফলে নিট রফতানির যে বাড়ছে, এমনটা মানা কঠিন।
২০২০ সালের গোড়ার দিকে ভারত সরকারের প্রবর্তিত এই PLI স্কিমে ভারতে উত্পাদিত এক-একটি ফোনের চালান মূল্যের ৬% ভর্তুকি দেওয়া শুরু হয়। এর মাধ্যমে দেশী এবং বিদেশী নির্মাতাদের আকর্ষণ করা হয়। এই ভর্তুকি পাঁচ বছরে ধীরে ধীরে ৪%-এ হ্রাসের পরিকল্পনা করা হয়েছে।
রঘুরাম রাজন PLI স্কিমের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্য সংযোজনের গুরুত্ব দিতে এবং ডেটা-ড্রিভেন সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বের উপর জোর দিয়েছেন প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর।
ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) জানিয়েছে, ভারত থেকে মোবাইল ফোনের রফতানি দ্বিগুণ হয়ে গিয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে মোট অঙ্ক ছিল ৪৫ হাজার কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে সেটি বেড়ে ৯০ হাজার কোটি টাকায় পৌঁছে গিয়েছিল।