প্রতিদিন স্নান আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন ও সতে♏জ রাখে। জ্যোতিষ মতে🌺 স্নানের জলে বিশেষ কিছু উপাদান মিশিয়ে স্নান করলে নানান গ্রহ মজবুত করা যায়, পাশাপাশি নানান সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।
স্নানের জলে কী মিশিয়ে স্নান করলে কোন 💧সমস্যার সমাধান সম্ভব, জেনে নিন—
১. শুক্রবার স্নানের জলে সামান্য গঙ্𓃲গাজল, পদ্মফুলের পাপড়ি, বেল পাতা ও সামান্য গোলাপ জল মিশিয়ে স্নান করলে সম্পৃত্তি বৃদ্ধি হয়।
২. সোমবার জলে সামান্য কাঁচা দুধ মিশিয়ে ♑স্নান করলে বুদ্ধির বিকাশ ও বল বৃদ্ধি পায়।
৩. স্নানের জলে অতি অল্প পরিমাণে ঘি ও গঙ্গাজল মিশিয়ে স্নান করলে রোগ 🎀মুক্তি সম্ভব। এর পা♔শাপাশি শরীরের শুদ্ধ শক্তির সঞ্চার হয়।
৪. প্রতিদিন স্নানের জলে গঙ্গাজল ও সাদা তিল ম𝔍িশিয়ে স্নান করলে শুভ ফল লাভ করা যায়। মহিলাদের জন্য এই স্নান বিশেষ ভাবে লাভজনক। 💮এর ফলে তাদের নানান রোগ দূর হয়।
৫. জলে গাঁদা ফুলের পাপড়ি ভিজ꧑িয়ে রাখুন। বৃহস্পতিবার সেই জল দিয়ে স্নান করলে বিবাহের পথ⛎ে আগত সমস্ত বাধা দূর হবে।
৬. চঞ্চল বাচ্চাদের শান্ত করার জন্য তাদের স্নানের🅷 জলে সামান্য টক দ��ই ও সাদা চন্দন মিশিয়ে স্নান করান। শীঘ্র পরিবর্তন লক্ষ্য করবেন।