বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহদের গোচর খুবই তাৎপর্যবাহী একটি দিক। এদিকে, ১৪ মার্চ হোলির উৎসব পালিত হতে চলেছে। আর জ্যোতিষ গণনা বলছে, হোলির ওই সময়ে একাধিক গ্রহ নিজের অবস্থানের জেরে তৈরি করবে বিশেষ বিশেষ রাজযোগ। শুক্র, নিজের উচ্চ রাশি মীনে থেকে মালব্য রাজযোগ তৈরি করবেন। শনি, তাঁর মূল ত্রিকোণ রাশি, কুম্ভে থেকে শশ রাজযোগ নির্মাণ করবেন। এছাড়াও সূর্য, বুধের সঙ্গে যুতি তৈরি করে বুধাদিত্য যোগ তৈরি করবেন। শুক্র আর বুধ একসঙ্গে আবার লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করতে পারেন। এরফলে কিছু রাশি লাভ পাবে। কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন, দেখা যাক।
কুম্ভ
এই রাশির জাতক জাতিকাদের প্রতিটি ক্ষেত্রে অপার লাভ আসতে পারে। বহু দিন ধরে আটকে থাকা কোনও কাজ এই সময় সম্পন্ন হতে পারে, বা ফের চালু হতে পারে। আপনি নিজের আত্মমন্থন করতে পারেন। নিজের আত্মমন্থন বা আত্মসমালোচনায় বসে, নিজের মধ্যে বহু বদল আনতে পারেন। পরিবারের সঙ্গে সমস্যা মিটে যেতে পারে। দীর্ঘ দিন ধরে অসফল হওয়া ইচ্ছা এবার পূরণ হতে পারে।
( Ramadan 2025: রমজান ২০২৫-এ পশ্চিমবঙ্গে সেহরি ও ইফতারের সময়সূচি দেখে নিন)
( Shanidev Uday 2025: শনিদেবের উদয় কবে? রইল তারিখ, সময়, ভাগ্যে সোনার চমক আসতে পারে বৃষ সহ ৩ রাশির)
মকর
যদি চাকরি বদলের বিষয়ে ভাবেন, তাহলে তা এখনই হতে পারে। আপনার করা কাজে আপনি খুবই সফল হতে পারেন। সমাজে আলাদা পরিচিতি তৈরি করতে পারেন। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সমস্যা থেকে পাবেন মুক্তি। কোনও রকমের ঋণ থাকলে, তা থেকেও পাবেন মুক্তি। সমাজে মান সম্মান বাড়বে। পরিবার আর জীবনসঙ্গীর যোগ্য সঙ্গত পাবেন।
মিথুন
পরিবার বা বন্ধুর সঙ্গে কোথাও ধার্মিক যাত্রায় যেতে পারেন। জাতক জাতিকারা সব ক্ষেত্রে পেতে পারেন সাফল্য। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে। সন্তানের সঙ্গে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন। কোনও ভালো খবর পেতে পারেন। কেরিয়ারে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন। জীবনে আসতে পারে নানান রকমের খুশি, আনন্দ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )