সদ্য ফেব্রুয়ারির শেষে অস্ত গিয়েছেন শনিদেব। তবে আর কিছুদিন পর তাঁর উদয় রয়েছে। শনিদেবের উদয়ের ফলে কোন কোন রাশির ভাগ্য ফিরবে দেখা যাক।
শনিদেবের উদয় হতে চলেছে খুব শিগগির, কারা ভাগ্যবান দেখে নিন।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন, সবচেয়ে ধীর গতিতে চলা এক গ্রহ। ৩০ বছর সময় লেগে যায়, শনিদেবের একটি রাশিচক্র পূর্ণ করতে। ফলে কোনও রাশির ওপর শনিদেবের প্রভাব দীর্ঘ সময় পর্যন্ত থেকে যায়। আর শনিদেব সকলকে কর্ম অনুসারে ফল দিতে থাকেন। উল্লেখ্য, সদ্য ফেব্রুয়ারির শেষে অস্ত গিয়েছেন শনিদেব। তবে আর কিছুদিন পর তাঁর উদয় রয়েছে। শনিদেবের উদয়ের ফলে কোন কোন রাশির ভাগ্য ফিরবে দেখা যাক।
বৃষ
কর্মক্ষেত্রে লাভ পাবেন। আপনার কাজের প্রশংসা হবে। সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপিত হবে। চাকরিতে চলা সমস্যা থেকে পাবেন মুক্তি। উন্নতির সঙ্গে সঙ্গে বেতনেও বৃদ্ধি হবে। প্রতিটি ক্ষেত্রে পাবেন সাফল্য। শিক্ষা ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, সন্তানের দিক থেকে সমস্যা থাকতে পারে। তা থেকে পেয়ে যেতে পারেন মুক্তি। আপনার অনেক ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায় সাফল্য পেতে পারেন। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। ধনলাভ হতে পারে।