Shanidev Transit Astrology: মার্চে কবে রয়েছে শনি গোচর? রইল, তারিখ,সময়! টাকার ভাগ্যে উন্নতির যোগ ৩ রাশিতে
1 মিনিটে পড়ুন Updated: 04 Mar 2025, 01:15 PM IST১২ রাশির মধ্যে ৩ রাশিতে বিশেষ ' চান্দি কি পায়ে' এর দ্বারা প্রভাব ফেলবেন শনিদেব।
১২ রাশির মধ্যে ৩ রাশিতে বিশেষ ' চান্দি কি পায়ে' এর দ্বারা প্রভাব ফেলবেন শনিদেব।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মফলদাতা শনিদেব আড়াই বছর পর পর নিজের রাশি পরিবর্তন করেন। রাশিচক্র সম্পূর্ণ করতে লাগে ৩০ বছর। আসন্ন সময়, হোলি মিটতেই রয়েছে শনিদেবের গোচর। শনিদেব, নিজের মূল ত্রিকোণ রাশি, কুম্ভ থেকে মীনে প্রবেশ করবেন। ১২ রাশিতে তাঁর বিশেষ প্রবেশও ঘটবে। ১২ রাশির মধ্যে ৩ রাশিতে বিশেষ ' চান্দি কি পায়ে' এর দ্বারা প্রভাব ফেলবেন। এরফলে বহু রাশিতে অপার সাফল্য আসবে। আগে দেখা যাক, শনির এই গোচরের ফলে লাকি হবেন কারা, তারপর দেখা যাক, শনিদেব কবে গোচর করবেন?
কর্কট
এই রাশির নবমভাবে শনিদেব গোচর করবেন। যারফলে আপনার আটকে থাকা টাকা ফেরত আসবে। ব্যবসার কারণে কোথাও যাত্রা করতে পারেন। আসতে পারে সুখ শান্তি। স্বাস্থ্য আগের থেকে ভালো হতে পারে। হঠাৎ করে হাতে আসতে পারে টাকা। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এবার ফেরত পেতে পারেন। আমদানিতে দ্রুত বৃদ্ধি দেখা যেতে পারে। অনেক ইচ্ছা পূরণ হতে পারে। পরিবারের সঙ্গে কাটকে পারে ভালো সময়।
বৃশ্চিক
এই রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে বিপুল লাভ পাবেন। শনির বিশেষ গমনে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি আসতে থাকবে রাশির জাতক জাতিকাদের জীবনে। প্রেমের সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। আপনার দ্বারা বহুদিন ধরে কোনও কাজ আটকে থাকলে, তা এবার সম্পন্ন হবে। সুখ শান্তি আসবে। রোজগার হবে দ্রুত। জীবনে নানান দিক থেকে খুশি আসবে। ভালো লাভ মিলতে পারে।
কুম্ভ
এই রাশিতে শনিদেব সাড়েসাতির শেষ পর্যায়ে চলবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। জীবনে আসা নানান সমস্যা এবার শেষ হবে। পরিবারে নানান চড়াই উতরাই থেকে পাবেন মুক্তি। ছাত্ররা যাঁরা খুব পরিশ্রম করবেন, তাঁরা পাবেন লাভ। বিদেশ সংস্থার সঙ্গে কোনও ব্যবসার দ্বারা পেতে পারেন লাভ। বহু পরিমাণে টাকা অর্জন করতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে। তবে তা থেকে বেরিয়েও আসবেন। এই সময় সম্পত্তি কেনা শুভ হবে। অনেক ইচ্ছা পূরণ হতে পারে।
কবে রয়েছে শনির গোচর?
আগামী ২৯ মার্চ শনিগ্রহ করতে চলেছেন গোচর। সেদিন রাত ১১ টা ১ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবেন শনিদেব। তিনি২,৫,৯ র ভাব নিয়ে 'চান্দি কি পায়' দিয়ে মীনে প্রবেশ করবেন। তারফলেই বিশেষ ৩ রাশি লাভ পেতে পারে, বলছে জ্যোতিষমত।