কালনার জিউধারা এলাকায় একটি দিঘিতে স্নান করতে নেমে দুজনের ডুবে মৃত্যু হয়েছে। দুজনের নাম হল করণ দাস (১৮) এবং যীশু দাস (১৬)। এরা সম্পর্কে মামাতো এবং পিসতুতো ভাই। অন্যান্যদের মতো তারাও এদিন রঙের উৎসবে মেতে উঠেছিলেন।
রঙ খেলে জলে স্নান করতে নেমে দুই জেলায় তলিয়ে গেল ২ ভাই সহ ৪ জন (ছবিটি প্রতীকী)
দোল উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল দুই জেলায়। রঙ খেলা শেষে জলে নেমে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৪ জন। ঘটনা দুটি ঘটেছে করেছে বাঁকুড়া এবং কালনায়। মৃতদের মধ্যে রয়েছে দুই ভাই। উৎসবের দিনে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।
জানা গিয়েছে, কালনার জিউধারা এলাকায় একটি দিঘিতে স্নান করতে নেমে দুজনের ডুবে মৃত্যু হয়েছে। দুজনের নাম হল করণ দাস (১৮) এবং যীশু দাস (১৬)। এরা সম্পর্কে মামাতো এবং পিসতুতো ভাই। অন্যান্যদের মতো তারাও এদিন রঙের উৎসবে মেতে উঠেছিলেন। এরপর রঙ খেলা শেষে ওই দিঘিতে স্নান করতে নামেন তারা। তখনই তাদের ডুবে মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। দিঘি থেকে তাদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। এরফলে শোকের ছায়া নেমেছে দুজনের পরিবারে। এরকম দুর্ঘটনা যে ঘটবে তা ভাবতেও পারেননি পরিবারের সদস্যরা।
অন্যদিকে, আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ায় দামোদর নদে। সেক্ষেত্রে জলে ডুবে মৃত্যু হয়েছে দুজনের। তাদের নাম হল- সানি কুমার এবং সোনু কুমার। সম্পর্কে তারা দুই ভাই। স্থানীয়দের বক্তব্য, রঙ খেলা শেষে এদিন দুই ভাই দামোদর নদে স্নান করতে নামে। তখন আচমকা নদে বান চলে আসে। তখন জলের তোড়ে তারা দুজন ভেসে যায়। পরে তাদের উদ্ধার করে বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।