বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 50 Quintal Ilish washed away: উত্তাল সমুদ্রে উলটে গেল মাছ ধরার নৌকা, ভেসে গেল ৫০ কুইন্টাল ইলিশ! ভাঙনের শঙ্কা গঙ্গাসাগরে
পরবর্তী খবর
মাছ ধরতে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে গভীর সমুদ্রে ডুবে গেল মাছ ভরতি ট্রলার। এছাড়া ইলিশ বোঝাই দু'টি নৌকাও নাকি এই উত্তাল সমুদ্রে উলটে যায়। ঘটনাটি ঘটে বেগুয়াখালির কাছে। এদিকে এই ঘটনায় মৎস্যজীবীরা কোনও মতে প্রাণে বেঁচেছেন। জানা গিয়েছে, পূর্ণিমার ভরা কোটালের জেরেই এই অবস্থা হয়। এদিকে এই সব ট্রলার এবং নৌকায় থাকা মৎস্যজীবীদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে জলোচ্ছ্বাসের জেরে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম চত্বরে বেশ কয়েকটি রাস্তায় ফাটল দেখা গিয়েছে। এই আবহে গঙ্গাসাগর বাঁধে ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। আর তা হলে কপিলমুনির আশ্রমে ক্ষতি হতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। (আরও পড়ুন: ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, জানুন কলকাতার আবহাওয়ার পূর্বাভাস)