বাংলাদেশে সরকারি উদ্যোগে লাগাতার হিন্দু নির্যাতনের পর এবার বৈধ নথি থাকা সত্বেও ইসকন ভক্তদের ভারতে ঢুকতে বাধা দিল বাংলাদেশ প্রশাসন। শনিবার বাংলাদেশের বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের আগে ৫৪ জন ইসকন ভক্তকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সারা দিন বসিয়ে রেখে তাদের বাড়ি ফিরে যেতে বাধ্য করা হয়। বেনাপোল চেকপোস্টের আধিকারিকের দাবি, ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক।
জানা গিয়েছে, বাংলাদেশের যশোরের চাঁচড় ইসকন মন্দিরের ৫৪ জন ভক্ত শনিবার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। তাদের কাছে ভারতের বৈধ ভিসাসহ সমস্ত প্রয়োজনীয় নথি ছিল। কিন্তু তাদের বাধা দেয় সেদেশের প্রশাসন। তাদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় অভিবাসন কেন্দ্রে। বিকেলে তাদের জানানো হয়, সন্দেহজনক গতিবিধির জন্য তাদের ভারতে যেতে দেওয়া যাবে না। এর পর তাদের নিজেদের বাড়ি ফিরে যেতে বাধ্য করে বাংলাদেশি পুলিশ। এব্যাপারে এখনও বাংলাদেশ ইসকনের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত সোমবার বাংলাদেশে হিন্দু নেতা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পর থেকে হিন্দুদের ওপর নির্যাতন চরম সীমায় পৌঁছেছে। সেদেশে রোজ ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর। পোড়ানো হচ্ছে হিন্দু মন্দির। যদিও বাংলাদেশের অস্থায়ী সরকারের দাবি, সেদেশে হিন্দুরা নিরাপদ।