মামলাটি পুরনো। আর তাতেই আবার ব্যারাকপুরের প্রাক্তন ‘বিজেপি’ সাংসদ অর্জুন সিংকে তলব করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আগামীকাল বুধবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তার জন্য একটি নোটিশও দেওয়া হয়েছে। এবার তদন্তে সহযোগিতা করতে রাজি হয়েছেন অর্জুন সিং। আজ নোটিশ পাওয়ার পর সাংবাদিকদের অর্জুন সিং জানান, বুধবার ব্যারাকপুর কমিশনারেটে যাবেন। তবে গোটা বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্র। এদিন ভাটপাড়ার বিজেপি বিধায়ককেও তলব করেছে সিআইডি। অর্জুন সিংয়ের পুত্রকে ভবানী ভবনে হাজির থাকতে বলা হয়েছে। অন্য একটি মামলায় নোটিশ পাঠানো হয়েছে তাঁকেও।
এদিকে বাবার মতোই ছেলে বিধায়ক পবনের দাবি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। ২০২০ সালে ভাটপাড়া পুরসভার টেন্ডার পাশ করা নিয়ে মোটা অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ওই মামলার তদন্ত করছে পুলিশ। তাই বারবার অর্জুন সিংকে তলব করে সিআইডি। এবার অর্জুন–পুত্র পবন সিংকে একটি ব্যবসায়িক মামলায় ডেকে পাঠাল সিআইডি। বিজেপি বিধায়কের দাবি, সোমবার মাঝরাতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তিনি বাড়িতে ছিলেন না। নিরাপত্তারক্ষীর হাতে নোটিশ দিয়ে যায় পুলিশ। সেটা নিতে অস্বীকার করলে দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, আগামীকালের প্রস্তুতি শুরু করলেন কর্তারা
অন্যদিকে রাজ্য পুলিশ সূত্রে খবর, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন বেআইনি নির্মাণ নিয়ে অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ওই মামলায় অর্জুন সিংকে বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগেও একাধিকবার ভবানী ভবন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অর্জুন সিংকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ভবানী ভবনে হাজিরা দিলেও পুলিশকে এড়িয়ে গিয়েছেন। আজ সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে যে পথ অবলম্বন করে আটকানোর চেষ্টা করছেন তিনি তাতে ব্যর্থ হবেন। আমি ভয় পাই না। বুধবার কমিশনারেটের গোয়েন্দা দফতরে যাব।’