বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madhyamik question leak: মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস মামলায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অভিযুক্ত ছাত্রীর বাবা
পরবর্তী খবর
Madhyamik question leak: মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস মামলায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অভিযুক্ত ছাত্রীর বাবা
প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে অভিযুক্ত সেই ছাত্রীর বাবা মহম্মদ ফরিজ উদ্দিন দাবি করেছেন, তার মেয়ে ওসব কিছুই জানে না। সেই সময় তার মেয়ে বাথরুমে গিয়েছিল। তিনি আরও জানান, ইংরেজি পরীক্ষা দেওয়ার পর মেয়ে আনন্দেই বাড়ি ফিরেছিল।
মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস। প্রতীকী ছবি
মাধ্যমিকে বাংলা ও ইংরেজি পরীক্ষা শেষ হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র ফাঁসের মামলায় অভিযোগ উঠেছে মালদহের মানিকচক ব্লকের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে, যাদের সিট পড়েছিল এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে। এরপরেই অভিযুক্ত পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ঘটনায় তিন ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এবার এ নিয়ে মুখ খুললেন অভিযুক্ত এক ছাত্রীর বাবা। ওই ছাত্রীর বাবা প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ অস্বীকার করেছেন।
যে ছাত্রীর প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে অভিযুক্ত সেই ছাত্রীর বাবা মহম্মদ ফরিজ উদ্দিন দাবি করেছেন, তার মেয়ে ওসব কিছুই জানে না। সেই সময় তার মেয়ে বাথরুমে গিয়েছিল। তিনি আরও জানান, ইংরেজি পরীক্ষা দেওয়ার পর মেয়ে আনন্দেই বাড়ি ফিরেছিল। কিন্তু, পরের দিন পরীক্ষা দিতে গিয়েই তাকে প্রধান শিক্ষকের ঘরে ডাকা হয়। সেখানে তাকে জানানো হয় সে আর পরীক্ষা দিতে পারবে না। তখন সে জিজ্ঞেস করেছিল কেন এরকম করা হল? তখন তাকে জানানো হয়, তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেই কারণে বাধ্য হয়ে তার পরীক্ষা বাতিল করা হয়েছে।
ফরিজ উদ্দিনের দাবি, তার মেয়ে পরীক্ষা চলাকালীন মাঝখানে ৫ মিনিটের জন্য বাথরুমে গিয়েছিল। কার মোবাইল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সে জানে না। তবে এভাবে সবকিছু বিবেচনা না করে তার মেয়েকে শাস্তি দেওয়া হল। অ্যাডমিটে সই করিয়ে নেওয়া হয় সে আর পরীক্ষা দিতে পারবে না। এর বিরুদ্ধে তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন।