অশোকনগরে তেল ও গ্যাসের উত্তোলন পুরোদমে শুরু হলে স্থানীয় বাসিন্দারাই বহু পদে চাকরি পাবেন। সম্প্রতি ঘটনাস্থল ঘুরে দেখে এমনই আশ্বাস দিয়ে গেলেন ওএনজিসি কর্তা। আগামীদিনে এই অঞ্চলকে ঘিরে বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে অভিমত ওএনজিসি কর্তার। সংস্থার তরফে এꦅই আশ্বাস পাওয়ার পর স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা।
সম্প্রতি ওএনজিসি আধিকারিক এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামী ও এলাকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে অশোকনগর এলাকার তিনটি ড্রিল সাইট পরিদর্শন করেন। ওএনজিসির গ্রুপ জেনারেল ম্যানেজার বিজয় পাল জানান, ‘অশোকনগরের তেলের গুণমান খুবই ভাল। আগামী দু'বছরের মধ্যে অশোকনগর এলাকায় নতুন করে ১৪টি তেলের কূপ খনন করা হবে। এরমধ্যে ৫০ শতাংশ কূপ থেকে তেল ও গ্যাস উত্তোলন হলেই অশোকনগরের চিত্র বদলে যাবে।’ ꧟আগামী দিনে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে বিপুল বিনিয়োগের সম্ভাবনা থাকছে বলেই সংস্থার তরফে জানানো হয়েছে। ওএনজিসি আধিকারিক আশ্বাস দিয়েছেন, কেন্দ্রীয়ভাবে পরীক্ষার মাধ্যমে এ গ্রুপ অর্থাৎ অফিসারদের নিয়োগ করা হ𝓡বে। বাকি বি, সি ও ডি গ্রুপে নিয়োগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকেই হবে।