শ্যাম, কুল দুই-ই থাকল! এবার কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার পানিহাটি শহর তার জঞ্জাল সমস্যা মিটিয়ে ফেলবে বলেই আশা করা হচ্ছে♐। সবকিছু ঠিকঠাক এগোলে অতি দ্রুত এই শহরাঞ্চলের জন্য নয়া ভাগাড় বা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে ফেলা হবে। সেটি তৈরি করা হবে পার্শ্ববর্তী বিলকান্দা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, গত প্রায় দেড়বছর ধরে পানিহাটির মানুষ জঞ্জাল সমস্যায় ভুগছেন। এই সমস্যা গুরুতর আকার নেয় পানিহাটি পুরসভার নিজস্ব রামচন্দ্রপুর ডাম্পিং গ্রাউন্ড বন্ধ হয়ে যাওয়ার পর। স্থানীয় বাসিন্দাদের দলবদ্ধ 🧜আপত্তির জেরে পুরসভাকে সেটি বন্ধ করতে হয়। অন্যদিকে, পানিহাটি শহরের মানুষ দ্রুত বিকল্প ভাগাড় তৈরির দাবিতে সরব হন।
এই প্রেক্ষাপটে পার্শ্ববর্তী খড়দা বিধানসভা এলাকার অন্তর্গত বিলকান্দা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া মহিষপোতা মৌজায় পুরসভার হাতে থাকা ৪.২১ একরের একটি ফাঁকা জমিতে বিকল্প ভাগাড় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিকল্পনাও ভেস্তে যায় সꦫ্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের জেরে।
এই অবস্থায় অন্যত্র যাতে ভাগাড় নির্মাণ করা যায়, সেই বিষয়ে উদ্যোগী হন পানিহাটির নয়া পুরপ্রধান সোমনাথ দে। পানিহাটি পুরকর্তৃপক্ষের অনুরোধে বিষয়টি নিয়ে তৎপর হয় রাজ্যের পুর ⛦ও নগরোন্নয়ন দফতরও।
সূত্রের দাবি, গত ২৪ এপ্রিল সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে এ নিয়ে বৈঠক করেন - মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সৌগত র꧂ায়, পার্থ ভৌমিক, স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ 🍌এবং পানিহাটি পুরসভা ও বিলকান্দা-১ নম্বর গ্রাম পঞ্চায়েত, স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা।
সেই বৈঠকে স্থির হয়, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের মহিষপোতা মৌজার যে জমিতে ভাগাড় নির্মাণে স্থানীয় ব𒁏াসিন্দারা আপত্তি জানিয়েছেন, সেই জমিটি পঞ্চায়েতের হাতে তুলে দেওয় হবে। বদলে বিলকান্দা-১ গ্রাম পঞ্চায়েতের মহিষপোতা মৌজার কিছুটা দূরে অন্য একটি ১৫ বিঘা জমি পানিহাটি পুরসভাকে দেবে পঞ্চায়েত কর্তৃপক্ষ। ভাগাড় নির্মাণ করা হবে সেখানেই।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই জমি পরিদর্শন এবং হস্তান্তরের আইনি প্রক্রিয়া সারা হয়ে গিয়েছে। নির্মাণকাজে সম্মতি জানিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ। আশা করা হচ্ছে, শীঘ্রই ওই জমিতে ভাগাড় নির্মাণ সম্পন্ন হবে। ফলে - পানিহাটি শ💝হরের জঞ্জাল সমস্যা যেমন মিটবে, তেমনই কোথাও স্থানীয় বাসিন্✨দাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পুরসভাকে ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ করতে হবে না।