নর্দমা করা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ, আর তার জেরেই কিনা সটান বন্দুক ঘাড়ে করে অকুস্থলে পৌঁছে গেলেন এক পক্ষের জামাই! সেই জামাই আবার প্রাক্তন সেনাকর্মী! প্রথমে বন্দুক হাতে অন্য পক্ষকে চমকানোর চেষ্টা করলেও শেষমেশ স্থানী🐼য় বাসিন্দাদের সমবেত প্রতিরোধের মুখে সেই বন্দুক নিয়েই লুকিয়ে পড়েন করিৎকর্মা জামাই বাবাজি। তাতেও অবশ্য শেষ রক্ষা হয়নি। এলাকাবাসীই তাঁকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সূত্রপাত রবিবার (২৩ ফে🧸ব্রুয়ারি, ২০২৫) সকাল ৯টা নাগাদ। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচঘড়ার বাসিন্দা মন্টু ঘরামির বাড়ির ঠিক পাশেই একটি নর্দমা তৈরির কাজ চলছিল। অভিযোগ, হঠাৎই ♚সেখানে চড়াও হন প্রতিবেশী বশির ঘরামি। তিনি ওই কাজ করতে বাধা দেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া, বিবাদ শুরু হলে সেই খবর পেয়ে সেখানে পৌঁছন স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজি। তিনি দুই পক্ষের সঙ্গে কথা বলেন এবং তাদের শান্ত করেন। ফলে তখনকার মতো সব মিটে যায়। কিন্তু,𝓀 এরপরই সেখানে 'অবতীর্ণ' হন - বশির ঘরামির জামাই আতিউর রহমান 🍃মোল্লা ওরফে খোকন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাঁধে করে এক পেল্লায় বন্দুক নিয়ে ঘটনাস্থলে হাজির হন খোকন। তিনি ফের মন্টু পরিবারের উপর চড়াও হন। তাঁদের বন্দুক দেখিয়ে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেন। জামাই বাবাজির এমন হম্বিতম্বি দেখে প্রথমে ঘাবড়ে গেলেও পরে এলা🌟কাবাসী একজোট হন। আ๊র, মানুষ জোট বাঁধছে দেখেই খোকনের হুমকি, হুঁশিয়ারিও হাওয়া হয়ে যায়। তিনি তখন বন্দুক সমেত লুকিয়ে পড়েন!
পাছে জামাই বাবাজি বন্দুক নিয়েই চম্পট দেন, সেই আশঙ্কায় এলাকাব🍷াসী বশিরের বাড়ি ঘিরে ফেলে। খবর পাঠানো হয় বারুইপুর থানায়। এদিকে, এই আতিউর রহমান মোল্লা ওরফে খোকন আবার প্রাক্তন সেনাকর্মী। ফলত, তাঁর এমন আচরণে স্থানীয় বাসিন্দরা যেমন আতঙ্কিত, তেমনই হতবাক। তাঁদের বক্তব্য, একজন প্রাক্তন সেনাকর্মী কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করলেন? যদি ওই বন্দুক থেকে গুলি বেরিয়ে কোনও অঘটন ঘটত, তখন কী হত?
ইতিমধ্যে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকাবাসীই কার্যত খোকনকে পুলিশের হাতে তুলে দেয়। বশির ঘরামির বাড়ি থেকে সেই বন্দুকও বাজেয়াপ্ত করে পুলিশ। যদিও সেটি খোকন কোথা থেকে জোগাড় করেছিলেন, নাকি সেটি ত💎াঁর নিজের, কিংবা🍒 সেটি আইনত বৈধ না অবৈধ - সেসব আপাতত অজানা।
শেষ প🦹াওয়া খবর অনুসারে - পুলিশ অভিযুক্ত꧒ খোকনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে, খোকনের পরিবারের দাবি, তিনি নাকি আত্মরক্ষার স্বার্থে বন্দুক বের করেছিলেন।