আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। পুরনো ধাঁচে এবারই শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে। আর সেই পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় এখন সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করছেন শিক্ষা সংসদের আধিকারিকরা। সেই প্রক্রিয়া শেষ হওয়ার বেশ কিছুক্ষণ পরে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। অন্য সময় হলে হয়তো সেই সময়ের ব্যবধানটা বেশি হত 𝐆না। কিন্তু মাথায় যে টেনশন আছে, সেটার কারণে দুপুর ২ টো পর্যন্ত সময়টা অনন্তকাল মনে হবে। আর ঘড়িতে ঠিক দুপুর ২ টো বাজলেই সরাসরি হিন্দুস্তান টাইমস বাংলা (pbv88-sv388.fun) থেকে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখা যাবে। শুধু উচ্চমাধ্যমিকের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তাহলেই রেজাল্ট দেখতে পাবেন। সেইসঙ্গে উচ্চমাধ্যমিকের মার্কশিটও (প্রভিশনাল বা সফট কপি) ডাউনলোডও করে নিতে পারবেন।
কীভাবে HT বাংলায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখবেন?
১) একেবারে সরাসরি //pbv88-sv♕388.fun/education/board-exams/west-b༺engal-wb-hs-result লিঙ্কে ক্লিক করতে হবে।
২) যে নির্ধারিত জায়গা ﷺআছে, সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। তারপর ক্লিক কর🏅তে হবে ‘ফলাফল চেক করুন’ বাটনে।
৩) তাহলেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন। তার নীচেই ‘ডাউনলোড’ আছে। সেখান থেকে মার্কশিটের সফট কপি ডাউনলোড করতে পারবেন। বৃহস্পতিবার সংসদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার💦্টিফিকেটের আসল কপি দেওয়া হবে। তারপর পড়ুয়াদের হাতে সেই নথি তুলে দে🔯বে স্কুল কর্তৃপক্ষ।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার ওয়েবসাইট
১) পশ্চ༺িমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্🐷ষা সংসদ (result.wb.gov.in)।
২) হিন্দুস্তান টাইমস বাংলা (pbv88-sv388.fun)।
৩) উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন
উচ্চমাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেলে পাশ করা যায়?
নিয়ম অনুযায়ী, উচ্চমাধ্যমিকে মোট ছ'টি বিষয় (দুটি ভাষা এবং চারটি অন্যান্য বিষয়) আছে। প্রতিটি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা হয়েছে। অর্থাৎ মোট ৬০০ নম্বরের পরীক্ষা দিয়েছেন পড়ুয়♎ারা। তবে চূড়ান্ত নম্বর নির্ধারিত হয়েছে ৫০০-তে। কারণ প্রথম ও দ্বিতীয় ভাষার সঙ্গে এমন তিনটি বিষয়ের নম্বর যুক্ত করা হয়েছে, যাতে বেশি নম্বর উঠেছে।
অর্থাৎ দুটি ভাষার পত্র ছাড়া বাকি যে চারটি বিষয় আছে, তার মধ্যে যেটি🐟তে সবথেকে 💧কম নম্বর উঠেছে, সেটি ‘ফোর্থ সাবজেক্টে’ পরিণত হয়ে গিয়েছে। দুটি ভাষার পত্র এবং সেরা তিনটি বিষয়ের নম্বর নিয়ে উচ্চমাধ্যমিকের সর্বমোট স্কোর নির্ধারণ করেছে সংসদ।
ধরা যাক, কোনও পড়ুয়া প্রথম ভাষায় (বাংলা) ৭২ নম্বর পেয়েছেন। দ্বিতীয় ভাষায় (ইংরেজি) প্রাপ্ত নম্বর ৮১। অঙ্কে ৪০ 🦩নম্বর পেয়েছেন। অর্থনীতিতে প্রাপ্ত নম্বর ৯০। ভূগোলে ৮৮ নম্বর এবং কম্পিউ🐼টার অ্যাপ্লিকেশনে ৭৬ নম্বর পেয়েছেন। সংসদের নিয়ম অনুযায়ী, প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষার সঙ্গে তাঁর অর্থনীতি, ভূগোল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের নম্বর যুক্ত হবে। তাঁর প্রাপ্ত নম্বর দাঁড়াবে ৪০৭। অঙ্ক পরিণত হবে ‘ফোর্থ সাবজেক্টে’।
আরও পড়ুন: JEE Topper Devdutta Majhi: দিনে ক’ঘণ্টা পড়াশোনা? কোচিং নিয়েছিলেন? জয়েন্টে প্🎃রথম দেবদত্তা যা বললেন
আর সংসদের নিয়ম অনুযায়ী, প্রতিটি বিষয়ের পাশমার্ক হল ৩০ শতাংশ। অর্থাৎ প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। সেই হিসাবে উচ্চমাধ্যমিকের সর্ജবমোট পাশ নম্বর হল ১৫০।
কত নম্বর পেলে কোন গ্রেড? উচ্চমাধ্যমিকের নিয়ম কী?
১) ৯০-১০০ নম্বর: AA
২) ৮০-৮৯ নম্বর: A+
৩) ৭০-৭৯ নম্বর: A
৪) ৬০-৬৯ নম্বর: B+
৫) ৫০-৫৯ নম্বর: B
৬) ৪০-৪৯ নম্বর: C+
৭) ৩০-৩৯ নম্বর: C
৮) ৩০-র নীচে: অনুত্তীর্ণ