India's Richest and Poorest MLAs: 'অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস'-র রিপোর্টে উঠে এসেছে দেশের ধনীতম ও দরিদ্রতম বিধায়কের নাম। তাঁরা কে কে?
দেশের সবচেয়ে দরিদ্রতম বিধায়ক বঙ্গ বিজেপির এই নেতা! ধনীতমও পদ্ম শিবিরের
সদ্য দেশের ২৮ টি রাজ্য ও ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০৯২ জন বিধায়ককে নিয়ে তাঁদের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছে 'অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস' বা এডিআরের রিপোর্ট। সেখানে তুলে ধরা হয়েছে, দেশের সবচেয়ে ধনী ও সবচেয়ে দরিদ্র বিধায়কের তথ্য। দেখা গিয়েছে দেশের সবচেয়ে ধনী ও দরিদ্র বিধায়ক দু'জনেই বিজেপির সদস্য।
দেশের সবচেয়ে দরিদ্রতম বিধায়ক এই বাংলার নেতা!
এডিআর-র দেওয়া তথ্যে দেখা গিয়েছে, দেশের সবচেয়ে দরিদ্রতম বিধায়ক নির্মল ধারা। তাঁর সম্পত্তির পরিমাণ সর্বসাকুল্যে ১৭০০ টাকা। এমনই তথ্য এডিআরের রিপোর্টে উঠে আসে। উল্লেখ্য, বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক এই নির্মল ধারা। রিপোর্টের এই তথ্য এসেছে, ভোটের লড়াইয়ের আগে, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীরা যে হলফনামা পেশ করেন, তা থেকে। সেখানেই দেখা গিয়েছে বঙ্গ বিজেপির এই নেতার সম্পত্তির তথ্য।
এদিকে, দেশের পূর্বপ্রান্তের নির্মল ধারা যেমন দেশের সবচেয়ে দরিদ্র বিধায়ক হিসাবে উঠে এসেছেন এডিআর-র রিপোর্টে, তেমনই দেশের পশ্চিম প্রান্তের পরাগ শাহ হলেন দেশের ধনীতম বিধায়ক। নির্মল ধারার মতো পরাগ শাহও বিজেপির সদস্য। মহারাষ্ট্রের ঘাটকোপার পূর্ব কেন্দ্রের বিধায়ক পরাগ শাহের সম্পত্তির পরিমাণ ৩৪০০ কোটি টাকা। ‘ম্যান ইনফ্রাকনস্ট্রাকশন লিমিটেড' নামে এক সংস্থা রয়েছে পরাগ শাহের। রিপোর্টে দেখা যাচ্ছে ২ বছরে প্রায় সাত গুণ সম্পত্তি বেড়েছে তাঁর।