মা এবং শিশুদের জন্য মার্তৃ মা পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। সেই কর্মসূচির অংশ হিসেবে একটি সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাতে দেখা যাচ্ছে রাজ্যের প্রায় ১৭ শতাংশ গর্ভবতী মহিলা কিশোরী। অর্থাৎ রাজ্যে ৬ জন গর্ভবতী মহিলার মধ্যে ২ জন গর্ভবতী মহিলা হল কিশোরী। এর মধ্যে বিবাহিত মহিলাদের সংখ্যা মাত্র ৪ শতাংশ।
পোর্টালের সমীক্ষায় এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেই স্বাস্থ্য বিভাগ মা এবং শিশু উভয়ের ঝুঁকি কমাতে কমপক্ষে ২১ বছর বয়সে গর্ভধারণ করা উচিত বলে মনে করছে। কারণ কিশোরী মায়েরা গর্ভাবস্থায় ও প্রসবের সময় জীবনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তাছাড়া, নবজাতকও বিভিন্ন সমস্যার মুখে পড়ছে। মার্তৃ মা পোর্টালে প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলায় ৪ লক্ষ কিশোর-কিশোরী দম্পতি ছিল। গত সপ্তাহে একটি বৈঠকের সময় স্বাস্থ্য আধিকারিকদের এনিয়ে কিশোরীদের পরামর্শ দিতে এবং তাদের গর্ভনিরোধক ব্যবহার করার ওপর জোর দিতে বলা হয়েছিল৷ সরকারি তথ্য থেকে জানা যাচ্ছে, গত বছরের তুলনায় গর্ভনিরোধক ব্যবহার ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারিতে মাত্র ৫০ শতাংশ কিশোর দম্পতি গর্ভনিরোধক ব্যবহার করেছিলেন। ২০২৩ সালের জানুয়ারিতে এই সংখ্যাটি বেড়ে ৫৫ শতাংশ হয়েছে ৷ স্বাস্থ্য ভবন এখন কিশোরীদের গর্ভধারণ কমাতে কাউন্সেলিংয়ের ওপর জোর দিতে চাইছে।