পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়ে গেল। সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব থেকে সরানো হল গোলাম রব্বানিকে। কয়েকদিন আগে ফুরফুরা শরিফের দায়িত্ব থেকে ফিরহাদ হাকিমকে সরিয়ে তপন দাশগুপ্তকে আনা হয়। সিদ্দিকুলা চৌধুরী–সহ কয়েকজনকে নিয়ে সংখ্যালঘুদের জন্য একটি কমিটি গড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিলজলায় শিশুকন্যা খুনের ঘটনার পরই সরিয়ে দেওয়া হল মন্ত্রী গোলাম রব্বানিকে।
কে এই দফতরের দায়িত্ব পাচ্ছেন? কয়েকদিন আগে হাজি নুরুল ইসলামকে সরিয়ে সংখ্যালঘু মুখের পদে বসিয়েছিলেন উত্তর দিনাজপুরের ইটাহারের নেতা মোশারফ হোসেনকে। এবার থেকে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব সামলাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। তবে আর একটি সূত্রে খবর, গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী। তাই দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা তাজমুল হোসেনকে পূর্ণমন্ত্রী করে আনবেন তিনি। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কেমন করে জানা গেল রদবদল? আজ, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। আর সেখানেই এই রদবদলের কথা নিজে মুখে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এটা তাজমুল হোসেনকে দেওয়া হবে সেটা তিনি বলেননি। এক আমলাকে এটা তিনি জানিয়েছেন বলে সূত্রের খবর। সংখ্যালঘু বিষয়ক দফতর যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখেন তাহলে একটা বার্তা যাবে। যা থেকে আরও ভরসা বাড়বে সংখ্যালঘু মানুষজনের মধ্যে। গোলাম রব্বানিকে হর্টিকালচার দফতরের মন্ত্রী করা হয়েছে। অর্থাৎ উদ্যানপালন দফতরের দায়িত্ব সামলাবেন তিনি। সংখ্যালঘু বিষয়ক দফতরে এখন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। পরে পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।