শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতির পর এবার রেশন দুর্নীতি। আর সেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে রাজনৈতিক কর্মী থেকে, সাংবাদিক মহল, অনেকের কাছেই জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা বলেই পরিচিত। এদিকে সূত্রের খবর, রেশন দুর্নীতিকাণ্ডে মোড় ঘুরে যেতে পারে এবার। উদ্ধার করা হয়েছে একটি মেরুন ডায়েরি। কী ✅রয়েছে এই ডায়েরিতে?
তবে শুধু ডায়েরই নয়, একটা রেজিস্টারও উদ্ধার করা হয়েছে। সেই রেজ💯িস্টারে কী রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর,🅷 গত ১১ অক্টোবর এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। আর তখনই একটি ডায়েরি উদ্ধার করা হয়। সেই ডায়েরির পাতায় পাতায় লেখা আছে এমন তথ্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্রের খবর, রেশনের বেআইনী পথের নানা ইঙ্গিত আছে ওই ডায়েরিতে।🦄 মূলত হিসেব নিকেশ। মূলত সরকারি রেশনের একাংশ কিনে নিতেন ওই ব্যক্তি। এরপর সেগুলি বেসরকারি জায়গায় পাচার করা হত। আর তারই হিসেব নিকেশ লেখা থাকত ওই ডায়েরিতে। তবে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানাতে চায়নি তদন্তকারী সংস্থা।
তবে মনে করা হচ্ছে, হাওড়ায় মন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ওই ডায়েরি। তবে তার পেশা যে ঠিক কী তা নিয়ে পাড়ার লোকজনও বিশেষ কিছু জানতেন না। তবে অনেকে আবার তাকে জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ বলেও জানতেন। তবে তিনি যে প্রাক্তন 🐼খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সেটা বিলক্ষণ জানতেন স্থানীয়রা।
আর সেই ব্যবসায়ীর বাড়ি থেকেই উদ্ধার বালুদা লেখা ডায়েরি। মূলত সেই ডায়েরিতে টাকার হিসেব রয়েছে। মানে ডেবিট আর ক্রেডিটের হিসাবে। কত টাকা কাকে দেওয়া হয়েছিল, কত টাকা এসেছে 💫এসবের হিসেব র💦য়েছে ওই ডায়েরিতে। বিপুল টাকার হিসাব রয়েছে ওই ডায়েরিতে। এমনটাই সূত্রের খবর। আর সেই ডায়েরি কার্যত মোড় ঘুরিয়ে দিতে পারে গোটা তদন্তের।
তবে ওই ডায়েরিতে বিশেষ কা꧅রোর নাম লেখা রয়েছে কি না সেটা জানা যায়নি। এদিকে এমআর ডিলার অ্যাসোসিয়েশনের কোনও সদস্যের কাছ থেকে কাটমানি আসত কি না সেটাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রথমে বাকিবুর রহমান। আর তারপর প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তবে এবার গোটা ঘটনায় আর কারা য♓ুক্ত ছিল সেটাও খতিয়ে𝄹 দেখছে তদন্তকারী সংস্থা।