টেট পরীক্ষার আগেরদিন বিস্ফোরক অভিযোগ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাঁর দাবি, পর্ষদ এবং প্রশাসনের কাছে সুনির্দিষ্ট খবর আছে যে পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। যদিও কেউ যদি টেট পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করেন, তাহলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পর্ষদের সভাপতি।
রবিবার রাজ্যে টেট পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার আগেরদিন সাংবাদিক বৈঠকে পর্ষদের সভাপতি বলেন, ‘পর্ষদের কাছে এবং প্রশাসনের কাছে সুনির্দিষ্ট খবর আছে, কেউ কেউ এই পরীক্ষা ব্যবস্থার বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন। আমি আপনাদের নির্দ্বিধায় বলছি যে প্রশাসন অবগত আছে। প্রশাসন সতর্ক আছে। সেইসঙ্গে পর্ষদও অবগত আছে। পর্ষদও সতর্ক আছে।’
পর্ষদের সভাপতি আরও বলেন, ‘আমরা যদি দেখি কোনও প্রাথী পরীক্ষার নিয়ম ঠিকতমতো পালন না করে বিঘ্ন তৈরি করার চেষ্টা করছেন বা বাইরের কোনও ব্যক্তি বিঘ্ন তৈরি করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে পর্ষদের তরফে কঠোরতম শাস্তির সুপারিশ করা হবে।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমাদের কাছে খবর আছে। কারা আপনারা সেটা নিশ্চয়ই জানেন। আমার মুখ দিয়ে সেই কথা বলানোর চেষ্টা করছি। আমি আমরা আবারও বলছি, আমরা অত্যন্ত সতর্ক আছে। প্রশাসনও অত্যন্ত সতর্ক আছে।’
আরও পড়ুন: Kolkata Metro services on TET Exam 2022: TET-র দিন চলবে বাড়তি মেট্রো, রবিবার হলেও সকালে অপেক্ষা করতে হবে না বেশিক্ষণ
টেট পরীক্ষা সংক্রান্ত আপডেট
১) মোট পরীক্ষার্থীর সংখ্যা: ৬ লাখ ৯০ হাজার ৯৩২ জন।
২) মোট পরীক্ষাকেন্দ্র: ১,৪৬০ টি।
৩) পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার জন্য জেলা স্কুল পরিদর্শন (ডিআই) এবং জেলাশাসকের কাছে নির্দেশ গিয়েছে।
৪) টেটের জন্য প্রাথমিক পর্ষদের হেল্পলাইন নম্বর: ৬২৯২২৭৮৪৩৮।
৫) পর্ষদের সভাপতি জানিয়েছেন, টেট পরীক্ষার্থীরা কোয়েশ্চেন বুকলেট বাড়িতে নিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন: Special Local Trains for TET 2022: TET-র জন্য রবিবার শিয়ালদা ডিভিশনে চলবে ৩২ স্পেশাল লোকাল ট্রেন, দেখুন পুরো তালিকা
৬) পর্ষদের সভাপতি জানিয়েছেন, ওএমআর শিটের দুটি কপি থাকবে (আগে যেমন বিভিন্ন দোকানে স্লিপের ক্ষেত্রে কার্বন কপি থাকত, সেরকমই পন্থা নেওয়া হচ্ছে কিছুটা)। একটিতে যা উত্তর দেবেন, তা অপর ওএমআর শিটে দেখা যাবে। পরীক্ষার শেষে প্রার্থীদের অরিজিনাল ওএমআর শিট জমা দিয়ে যেতে হবে। অপর ওএমআর শিট তাঁরা বাড়ি নিয়ে যেতে পারবেন।