ICSE and ISC 2025 Result Declared: ICSE ও ISC রেজাল্ট প্রকাশিত হল! ভারতে দুটিতেই ‘লাস্ট’ পূর্বাঞ্চল, নম্বর দেখুন
2 মিনিটে পড়ুন Updated: 30 Apr 2025, 11:01 AM IST-
ICSE ও ISC পরীক্ষার রেজাল্টের গুরুত্বপূর্ণ আপডেট
১) ISC পরীক্ষায় ছাত্রদের পাশের হার ৯৮.৬৪ শতাংশ। আর ৯৯.৪৫ শতাংশ ছাত🎶্রী উত্তীর্ণ হয়েছেন।
২) ২০২৪ সালে ICSE পরীক্ষায় ৯৯.৪🍸৭ শতাংশ পꩲড়ুয়া উত্তীর্ণ হয়েছিল। আর ISC পরীক্ষায় পাশের হার ছিল ৯৮.১৯ শতাংশ।
৩) ICSE পরীক্ষায় অঞ্চল-ভিত্তিক পাশের হার: শীর্ষে আছে পশ্চিমাঞ্চল। সেখানে পাশের হার হল ৯৯.৮৩ শতাংশ। তা꧒রপর আছে যথাক্রমে দক্ষিণাঞ্চল (৯৯.৭৩ শতাংশ), উত্তরাঞ্চল (৯৮.৭৮ শতাংশ), পূর্বাঞ্চল (৯৮.৭ শতাংশ) এবং বিদেশ (৯৩.৩৯ শতাংশ)।
৪) ISC পরীক্ষায় অঞ্চল-ভিত্তিক পাশের হার: ভারতের মধ্যে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় সবথেকে ভালো ফল করেছে দক্ষিণাঞ্চল। পাশের বার ৯৯.৭৬ শতাংশ। পশ্চিমাঞ্চলে ৯৯.৭২ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন। তারপর আছে যথাক্রমে উত্তরাঞ্চল (৯৮.৯৭ শতাংশ) এবং পূর্বাঞ্চল 🎉(৯৮.৭৬ শতাংশ)। বিদেশে পাশের হার ১০০ শতাংশ।
৫) ICSE পরীক্ষায় ছাত্রীদের 𝄹পাশের হার হল ৯৯.৩৭ শতাংশ। ছ💞াত্রদের পাশের হার ৯৮.৮৪ শতাংশ।
৬) ISC পরীক্ষায় ছাত্রীদের পাশের🀅 হার ৯৯.৪৫ শতাংশ। ছাত্রদের পাশের হꦛার হল ৯৮.৬৪ শতাংশ।
আরও পড়ুন: JEE💫 Topper Devdutta Majhi: দিনে ক’ঘণ্টা পড়াশোনা? কোচিং নিয়েছিলেন? জয়েন্টে প্রথম দেবদত্তা যা বললেন
ICSE ও ISC পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের প্রক্রিয়া
তারইমধ্যে কাউন্সিলের তরফে জানানো হয়েছে যে প্রার্থীরা উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা যাবে। সেজন্য নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলতে হবে। ICSE এবং ISC পরীক্ষার প্রতিটি বিষয়ের উত্তরপত্র পুন♛র্মূল্যায়নের জন্য ১,৫০০ টাকা দিতে হবে প্রার্থীদের। আর আগামী ৪ মে'র মধ্যে সেই আবেদন করতে হবে। সেটার ভিত্তিতে করা হবে উত্তরপত্রের পুনর্মূল্যায়ন। আর নয়া নম্বর জানিয়ে দেবে কাউন্সিল।