2 মিনিটে পড়ুন Updated: 29 Feb 2024, 02:24 PM ISTAyan Das
HS 2024 Geography Question Review: আজ উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষা হল। সেইসঙ্গে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল। আর শেষদিনে ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র কেমন হল, কোনও প্রশ্ন জটিল হল কিনা, তা জানালেন শিক্ষকরা।
উচ্চমাধ্যমিকে যে পরীক্ষার্থীদের ভূগোল আছে, তাঁদের বোর্ড পরীক্ষার শেষদিনটা খুব ভালো কাটল। কারণ উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষার প্রশ্ন একদম সোজা হয়েছে বলে জানালেন নঙ্গী হাইস্কুলের ভূগোলের শিক্ষক সুব্রতা মণ্ডল। তিনি জানিয়েছেন, প্রশ্নপত্রের মধ্যে কোনও মারপ্যাঁচ ছিল না। সোজা প্রশ্ন ছিল। সেটার সোজা উত্তর লিখতে হয়েছে। ফলে উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষায় ভালো নম্বর উঠবে বলে আশাপ্রকাশ করেছেন নঙ্গী হাইস্কুলের শিক্ষক। অন্যদিকে, যাদবপুর বিদ্যাপীঠের ভূগোলের শিক্ষক সীমা ঘোষদস্তিদার জানিয়েছেন যে ছোট প্রশ্নগুলি একদম সোজা এসেছে। বড় প্রশ্নগুলি স্ট্যান্ডার্ড হয়েছে। তবে সেগুলি ‘আনকমন’ নয়। ফলে এবার উচ্চমাধ্যমিকের ভূগোলে খুব ভালো নম্বর উঠবে বলে আশাপ্রকাশ করেছেন যাদবপুর বিদ্যাপীঠের ভূগোলের শিক্ষক।
শিক্ষকের রিভিউ-১
নঙ্গী হাইস্কুলের ভূগোলের শিক্ষক বলেছেন, ‘উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষার প্রশ্ন ভালো এসেছে। এমসিকিউ হোক বা এসএকিউ- একদম সোজা প্রশ্ন করা হয়েছে। সোজাসাপটা প্রশ্ন এসেছে। সেটার উত্তর লিখতে কোনও সমস্যা হবে না। পাঁচ নম্বরের যে প্রশ্ন থাকে, সেগুলির প্রায় প্রতিটিই সহজ এসেছে। ঘুরিয়ে দেওয়া হয়নি। শুধুমাত্র ইন্ডাস্ট্রি (শিল্প) থেকে একটা তিন নম্বরের প্রশ্ন এসেছে, যে প্রশ্নের বাক্যটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে প্রশ্নটা বুঝে গেলে উত্তর লিখতে কোনও সমস্যা হবে না।’
শিক্ষকের রিভিউ-২
যাদবপুর বিদ্যাপীঠের ভূগোলের শিক্ষক বলেছেন, ‘প্রশ্ন ভালো হয়েছে। যেমন সাজেশন তৈরি করে দিয়েছিলাম, সেরকমই প্রশ্ন এসেছে (হিন্দুস্তান টাইমস বাংলায় সাজেশন দিয়েছিলেন)। কয়েকটি প্রশ্ন রিপিটও করা হয়েছে। এমসিকিউ একদম সোজা এসেছে। এসএকিউ বিভাগেও সহজ প্রশ্ন এসেছে। বাচ্চারা সব পারবে। মোট ৭০ নম্বরের মধ্যে এমসিকিউ ও এসএকিউ মিলিয়ে যে ৩৫ নম্বর থাকে, সেখানে পুরো ৩৫ নম্বরই তুলতে পারবে বাচ্চারা।'
সেইসঙ্গে তিনি বলেছেন, ‘বড় প্রশ্নগুলির স্ট্যান্ডার্ড ভালো ছিল। তবে একেবারেই আনকমন হয়নি। বাচ্চারা গুছিয়ে লিখতে পারবে। ওদের জানা বিষয়ের মধ্যে প্রশ্ন এসেছে। শুধুমাত্র মৃত্তিকার উপর একটি প্রশ্ন এসেছে, যেটা বাচ্চারা অনেক সময় এড়িয়ে যায়। তবে সেটার ক্ষেত্রে বিকল্প প্রশ্ন দেওয়া হয়েছে। তাই যারা ওই প্রশ্নের উত্তর লিখবে না, তাদেরও কোনও সমস্যা হওয়ার কথা নয়।’
এমনিতে এবার উচ্চমাধ্যমিকে সার্বিকভাবে বিভিন্ন বিষয়ের প্রশ্ন সহজ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তাঁরা জানিয়েছেন যে বাংলা এবং ইংরেজি প্রশ্নের পাশাপাশি ইতিহাস, দর্শন, শিক্ষাবিজ্ঞান, অঙ্কের প্রশ্নও ভালো এসেছে। কয়েকটি বিষয়ের ক্ষেত্রে কয়েকটি প্রশ্ন একটু ঘোরানো থাকলেও সার্বিকভাবে প্রশ্নপত্র সহজ করা হয়েছে। যে প্রশ্নগুলি ঘোরানো এসেছে, সেগুলি যে খুব কঠিন, তেমন নয়। শুধু পরীক্ষার্থীদের কিছুটা জ্ঞান যাচাই করে নিয়েছে ওই প্রশ্নগুলি। যাঁরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে উচ্চমাধ্যমিক দিয়েছেন, তাঁরা সেই প্রশ্নগুলির উত্তর সহজেই দিতে পারবেন। সেই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকে বেশ ভালো নম্বর উঠবে বলে মনে করছেন বিভিন্ন বিষয়ের শিক্ষকরা।
উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ
১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে