WBJEE 2022 Seat Allotment First List: কারা কোন কলেজে সুযোগ পেলেন? প্রকাশিত প্রথম তালিকা, ভরতি কতদিন চলবে?
1 মিনিটে পড়ুন Updated: 07 Sep 2022, 09:41 PM IST- -তে যান।
২) হোমপেজে ‘WBJEE’-তে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে।
৩) পেজের নিচের দিকে ‘Seat Allotment Result of Round 1 For WBJEE 2022 Counselling (Till 12.09.2022, 6:00 PM)’ আছে। তাতে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে।
৪) 'Registered Candidates Sign-In'-র নিচে 'WBJEE Roll Number', 'Password', 'Security Pin (case sensitive)' এবং 'Security Pin' দিয়ে 'Sign in' করুন।
রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, কাউন্সেলিংয়ের প্রথম তালিকায় যে প্রার্থীরা আছেন, তাঁরা আজ (৭ সেপ্টেম্বর) থেকে আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ছ'টা পর্যন্ত 'সিট অ্যাকসেপমেন্ট ফি' জমা দিতে পারবেন। সেইসঙ্গে ওই সময়ের মধ্যে যে প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত হয়েছেন, সেখানে গিয়ে প্রার্থীদের নথি যাচাই করতে হবে। ভরতি প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হবে প্রার্থীদের। কোন প্রতিষ্ঠানে কতক্ষণ করা সেই নথি যাচাই এবং ভরতি প্রক্রিয়া চলবে, তা প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য জয়েন্ট বোর্ড।