WBJEE 2022 Seat Allotment First List: কিছুক্ষণ পরেই রাজ্য জয়েন্টের প্রথম কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ, কীভাবে দেখবেন?
1 মিনিটে পড়ুন Updated: 07 Sep 2022, 03:22 PM IST- থেকে সেই তালিকা দেখতে পারবেন।
রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, কাউন্সেলিংয়ের প্রথম তালিকায় যে প্রার্থীরা আছেন, তাঁরা আজ (৭ সেপ্টেম্বর) থেকে আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ছ'টা পর্যন্ত 'সিট অ্যাকসেপমেন্ট ফি' জমা দিতে পারবেন। সেইসঙ্গে ওই সময়ের মধ্যে যে প্রতিষ্ঠানের জন্য় নির্বাচিত হয়েছেন, সেখানে গিয়ে প্রার্থীদের নথি যাচাই করতে হবে। ভরতি প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হবে প্রার্থীদের। কোন প্রতিষ্ঠানে কতক্ষণ করা সেই নথি যাচাই এবং ভরতি প্রক্রিয়া চলবে, তা প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য জয়েন্ট বোর্ড।
চলতি বছর ১৭ জুন রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হয়েছিল। তবে অনেকটা পরে শুরু হয়েছিল কাউন্সেলিং। কারণ হিসেবে সেইসময় জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছিল, উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা সিট ম্যাট্রিক্স তৈরি করে ডাইরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশন। কোনও কলেজ যদি নতুন কোনও বিষয় অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশনের (এআইসিটিই) কাছে আবেদন করতে হয়। সেই অনুমোদন পাওয়ার শেষদিন হচ্ছে ৩০ জুলাই। তারপর সেই সংক্রান্ত তথ্য পাবে সংশ্লিষ্ট কলেজ। যা উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা ডাইরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশনের কাছে জমা পড়বে। সেজন্য আরও ১৫ দিন লাগতে পারে বলে ধরা হচ্ছে বলে জানিয়েছিল রাজ্য জয়েন্ট বোর্ড।
গুরুত্বপূর্ণ তারিখ
১) রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের দ্বিতীয় তালিকা: আগামী ১৫ সেপ্টেম্বর।
২) 'সিট অ্যাকসেপমেন্ট ফি' জমা এবং ভরতি প্রক্রিয়া: ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।