পশ্🥃চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের জন্য আবেদনগুলি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা WBPRB (ডাব্লুবিপিআরবি)। আগামী ৭ মার্চ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া এবং আগামী ৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে 🐽পারবেন আগ্রহী প্রার্থীরা prb.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীরা ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তাঁদের আবেদনে কোনও ভুল থাকলে তা পুনরায় ঠিক করতে পারবেন।
আরও পড়ুন: ফর্চুন 🐲ইন্ডিয়া ৫০০ সংস্থাগুলির শীর্ষে থাকা নারীর সংখ্যা ক🧜ত? সামনে অবাক করা তথ্য
West Bengal Police Recruitment 2024 vacancy details: পশ্চিমবঙ্গ পুলিশে ১০,২৫৫ কনস্টেবল পদ পূরণের জন্য এই নিয়োগ পদ্ধতি চালু ꦰকরা হয়েছে।
West Bengal Police Recruitment 2024 Age Limit: প্রার্থীদের বয়স ১৮ বছরের কম হতে পারবে না এবং ৩০ বছরের বেশি হতে পারবে না, তাঁরাই এই পদের জন্য আবেদন 🧸করতে পারবেন।
West Bengal Police Recruitment 2024 Application fee: সাধারণ বিভাগের 🥃আবেদনকারী প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭০ টাকা এবং এসসি / এসটি প্রার্থীদের জন্য আবেদন ফি ২০ টাকা।
আরও পড়ুন: কেমন হল সিবিএসই দ্বাদশ শ্রেণির ফিজ💫িক্সের প্রশ্নপত্র?ဣ কেউ কেউ বলছে, জটিল আর দীর্ঘ
নির্বাচন প্রক্রিয়া: প্রার্থীদের নির্বাচন একটি লিখিত পরীক্ষার ভিত্তিতে হবে। তারপরে একটি শারীরিক পরিমাপ পরীক্ষা বা PMT, শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) নেওয়া হবে। সমস্ত ধাপে উত্তীর্ণ হওয়ার পরে নির্বাচিত প্রার্থীদের চুড়ান্ত ভাবে বাছাইয়ের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড দ্বা🤡রা পরিচালিত একটি সাক্ষাৎকার নেওয়া হবে যার ভিত্তিতেই শেষ হবে নিয়োগ প্রক্রিয়া।
আরও পড়ুন: মোটা মাইনের চাকরি রাজ্য✃ সরকারি পদে, বিজ্ঞপ্তি দিয়েছে PSC, যোগ্যতা কী লাগ෴বে?
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষা🌳য় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা বিষয়ক যে কোনও সাহায্যের জন্য প্রার্থীরা সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এবং শনিবার (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল♛ ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) অথবা ই-মেইলের ([email protected]) মাধ্যমে (যোগাযোগ নং 7044108689 ও 7044109346) যোগাযোগ করতে পারবেন।