মেলবোর্ন টেস্ট জিতে বর্ডার গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। পরবর্তী টেস্ট শুরু ৩ জানুয়ারি থেকে সিডনিতে। তার আগে খারাপ খবর অজি শিবিরের জন্য। মঙ্গলবার অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান সামান্য চোট রয়েছে অলরাউন্ডার মিচেল স্টার্কের। তবে তিনি আশাবাদী যে সিডনি টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন স্টার্ক। সিরিজে এগিয়ে থাকলেও শেষ টেস্𓃲ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতকে হারিয়ে আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে সচেষ্ট অস্ট্রেলিয়া। আগের বার এই শিরোপা তারাই অর্জন করেছিল। এবারও তা ধরে রাখতে চাইবে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা।
পঞ্চম টেস্ট ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার কাছে। তারা যদি টেস্টটি জিততে বা ড্র করতে পারে তাহলে ২০১৪-১৫ সালের পর ফের একবার এই বর্ডার গাভাসকর ট্রফি নিজেদের দখলে করতে পারবে। আর তার জন্য মিচেল স্টার্কের মতো ক্রিকেটারের প্রয়োজনীয়তা অপরিসীম। এই সিরিজে যথেষ্ট ভ🦹ালো ফর্মে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ৮ ইনিংসে বল করে ১৫টি উইকেট নিয়েছেন স্টার্ক। সিডনিতে যদি তাঁকে না পাওয়া সম্ভব হয় তবে তা নিঃসন্দেহে বড় ধাক্কা হবে অজি শিবিরের জন্য। তবে আশাবাদী ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘আমরা লক্ষ্য রাখছি তার উপর। স্টার্কের সামান্য সমস্যা রয়েছে। আমরা পরীক্ষা করছি।’ জানা যাচ্ছে, চোট থাকার পরেও মেলবোর্নে বল করে গিয়েছিলেন স্টার্ক। খুব একটা সম্যসা হয়নি তাঁর, সেই কারণেই খুব বেশি চিন্তিত নন অস্ট্রেলিয়ার𓄧 কোচ।
তিনি বলেন, ‘প্রথম দিকে তার সামান্য সমস্যা ছিল, তবে তা তাকে বল করা থেকে আটকাতে পারেনি। যখন সে কয়েক ওভার বল করে ওঠে তখন আর তাকে সেরকম সমস্যার মধ্যে দেখাচ্ছিল না। ওর বলের গতিও বেশ ভালো ছিল।’ যদিও স্টার্ককে সিডনি টেস্টের জন্য একান্তই দলে না পাওয়া যায় তাহলে তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন ঝাই রিচার্ডসন বা শিন অ্যাবট। অন্যদিকে চিন্তা বাড়ছে মিচেল মার্শকে নিয়েও। ব্যাট এবং বলে সে ভাবে দাগ কাটতে পারেননি তিনি। প্রথম টেস্টে পিঠের সম্যসার কারণে খেলতে পারেননি তিনি। তবে ম্যাকডোনাল্ড মার্শ সম্পূর্ণ ফিট বলেই দাবি করেছেন। তিনি বলেন, ‘লোকে বিষয়টি নিয়ে বেশি কথা বলছে (পিঠের সমস্যা)ꦉ। ওর কোনও চোট নেই। সম্পূর্ণ ফিট রয়েছে সে। ও কী ভালো পারফরম্যান্স করতে পারবে? সে বিষয়ে কোনও সন্দেহ নেই।’