নেতৃত্বে ফিরে জাদু দেখাবেন ধোনি, ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে উঠবে চেন্নাই! প্রবল আশাবাদী রায়াড়ু
1 মিনিটে পড়ুন Updated: 10 Apr 2025, 10:47 PM ISTরুতুরাজ গায়কোয়াড়ের চোটে মর্মাহত, তবে ধোনি সিএসকের নেতৃত্বে ফেরায় উৎফুল্ল আম্বাতি রায়াড়ু।

আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলিতে রুতুরাজ গায়কোয়াড় খেলতে পারবেন না, এই খবর সিএসকে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। গায়কোয়াড়ের ছিটকে যাওয়া চেন্নাই সুপার কি𓃲ংসের কাছে বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে সন্দেহ নেই। কেননা রুতু শুধু সিএসকের ক্যাপ্টেনই নন, বরং অন্যতম সেরা ব্যাটসম্যানও বটে। তবে রুতুরাজ ছিটকে যাওয়ায় মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের নেতৃত্বে ফিরছেন, এই খবর যারপরনাই আপ্লুত করছে মাহি অনুরাগীদের।
কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর পরবর্তী ম্যাচের আগে সিএস꧃কে-র হেড কোচ স্টিফেন ফ্লেমিং ঘোষণা করেন যে, গায়কোয়াড়ের বাঁ-কনুইয়ে ফ্র্যাকচারের কারণে তিনি আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না। বাক♒ি টুর্নামেন্টে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি।
ইএসপিএন-ক্রিকইনফোর একটি ভিডিয়োয় আম্বাতি রায়াড়ু রুতুরাজ গায়কোয়াড়ের চোট নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, যে চোটের জন্য তিনি বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না। তবে আম্বাতি উচ্ছ্বাস প্রকাশ করেন ধোনি পুনরায় চেন্নাই সুপার কিংসের নে♛তৃত্বে ফেরায়।
রায়াড়ু বলেন, ‘সবার আগে বলি যে, চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়ের আইপিএল থেকে ছিটকে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তবে ধোনি পুনরায় চেন্নাইয়ের নেতৃত্বে ফেরায় সমর্থকরা নিশ্চিꦚতভাবেই ভীষণ উৎফুল্ল হবেন। ধোনি নিজের জাদু দেখাতে পারেন এবং এখান থেকে চেন্নাইকে প্লে-অফে তুলতে পারেন। সেক্ষেত্রে সেটা দারুণ বিষয় হবে। ব্যক্তিগতভাবে আমি রীতিমতো উত্তেজিত। আশা করি ধোনি চেন্নাই দলে ফের নিজের জাদু চালাবেন।’
ধোনি শেষবার চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেন ২০২৩ সালের আইপিএল ফাইনালে। সেবার ধোনির নেতৃত্বে গুজরাট টাইটানসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই। গত মরꦑশুমের শুরুতেই ধোনি চেন্নাইয়ের অধিনাকত্ব ছেড়ে দেন এবং রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ব্যাটন তুলে দেন। এবার ফের তিনি চেন্নাইয়ের বাগডোর নিজের হাতে নিচ্ছেন।
যদিও চেন্নাইয়ে এটি ধোনির চতুর্থ দফার ক্যাপ্টেন্সি বলা চলে। আইপিএল থেকে দু'বছরের জন্য নির্বাসিত হওয়ার আগে ধোনি চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন। নির্বাসন থেকে ফিরে আসার পরে ধোনি ফের চেন্নাইয়ের নেতৃত্ব হাতে নেন। পরে রবীন্দ্র জাদেজাকে অর্ধেক মরশুমের জন্য নেত🥂ৃত্ব ছেড়েছিলেন ধোনি, তবে মরশুমের মাঝপথেই তিনি ক্যাপ্টেন্সি ফিরি🍷য়ে নেন। এবার রুতুরাজ ছিটকে যাওয়ায় ফের চেন্নাইয়ের ক্যাপ্টেন হলেন মাহি।