'পার👍্থে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট শুরু হয়ে গেছে। যেখানে ভারতীয় দল প্রাথমিকভাবে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে। মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস। ঋষভꦕ পন্ত এবং নীতীশ রেড্ডি কিছুটা সম্মানরক্ষা করে ভারতীয় দলের। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ধ্রুব জুরেলরা একেবারেই ব্যর্থ হন।
আরও পড়ুন-IPL নিলামে শামি পাচ্ছেন বড় দাম! পিছনে থ🎃াকতে পারেন আকাশদীপও! ব🐻াংলার আর কারা দামি?
৪ অজির ৫০০-
ভারতীয় দলের ইনিংসের সময়ই অস্ট্রেলিয়ান বোলাররা এক বিরল নজির গড়ে ফেলেন টেস্ট ক্রিকেটে। টেস্টে চার অজি ব🦂োলার মিচেল স্টার্ক, প্যা♕ট কামিন্স, জোশ হেজেলউড এবং নাথান লিয়ন বোলিং করে চারজন মিলে তুলে ফেললেন ৫০০ উইকেট। আর কোনও বোলার এর আগে একসঙ্গে বোলিং করে এত উইকেট তুলতে পারেননি।
আরও পড়ুন-অস্ট্রেলিয়ার কাছে T20 সিরিজে হার!⛎ এবার নয়া ব্যাটিং কোচ পাকিস্তান ক্রিকেটে…
বিরল রেকর্ড লিয়ন,কামিন্স,স্টার্ক,হেজেলউডের
ভারতের বিপক্ষে মিচেল স্টার্ক নেন ২ উইক🥂েট, জোশ হেজেলউড নেন চার উইকেট। প্যাট কামিন্স নেন ২ উইকেট। নাথান লিয়ন অবশ্𒐪য প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি, তবে তাতে তাঁদের উইকেটের যে রেকর্ড তা রুখে থাকে নি। ভারতের বিপক্ষে প্রথম সেশনে স্টার্ক এবং হেজেলউড দুটি করে উইকেট নিতেই এই রেকর্ডে পৌঁছে যান তাঁরা।
আরও পড়ুন-ভারত মনে রাখেনি তো কি হয়েছে! অজি তারকা পূজারা🧔র মন্ত্রেই ভারতকে বিপাকে ফেলতে চান…
কার কত উইকেট
একসঙ্গে খেলতে নেমে প্যাট কামিন্স নিয়েছেন ১৩০টি উইকেট। জোশ হেজেলউড এবং মিচেল স্টার্ক নিয়েছেন ১২৪টি করে উইকেট। অজি স্পিনার নাথান লিয়নের ঝুলিতে রয়েছে ১২২টি উ🍨ইকেট। অর্থাৎ এই ৫০০ উইকেটের যে বিরল রেকর্ড তাঁরা গড়লেন সেক্ষেত্রে তাঁদের ♚সবারই সমান অবদান আছে, তা বলাই যায়।
আরও পড়ুন-অজ🐟ি স্টার্ক থ🌱েকে ইংরেজ বাটলার! ভারতীয় পন্ত-শ্রেয়স! নিলামে সব থেকে দামি হতে পারে যারা?
অজিদের পিছনে রয়েছেন অ্যান্ডারসনরা
𒉰অস্ট্রেলিয়ার এই চার জনের যে গ্রুপ, তাঁদের সব থেকে কাছে রয়েছে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, বেন স্টোক্স এবং মঈন আলি জুটি, তাঁদের ছিল ৪১৫ উইকেট। যদিও এদের মধ্যে একমাত্র স্টোক্সই বর্তমানে আন্তরꩲ্জাতিক ক্রিকেট খেলেন।