বাংলাদেশের টি-২০ দলের অধিনায়ক হওয়ার দৌড়ে মেহেদি হাসান মিরাজ। এর আগে ক্যাপ্টেন ছিলেন নাজমুল হো𓄧সেন শান্ত। তবে তিনি এই মুহূর্তে শর্ট ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতে রাজি নয়। সেই কারণে নতুন অধিনায়কের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। তবে এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি বলেই শুক্রবার জানান BCB সভাপতি। এর আগে এক রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, নাজমুলের জায়গায় টি-২০-তে 🌠অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন লিটন দাস। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্বে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, যেখানে বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজে জয় লাভ করেছিল। তবে BCB সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, লিটন দৌড়ে ছিলেন, তবে তাঁর ফর্ম চিন্তার বিষয় ছিল। সেটাই এই ক্ষেত্রে বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এখনই অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নয়:
ফারুক বলেন, ‘শান্ত চোটের কারণে দলের বাইরে রয়েছে। তবে সে যখন ফিরবে, অধিনায়ক হিসেবেই ফিরবে (টেস্ট এবং ওডিআই)। ও আমাদের জানিয়েছিল যে টি-২০ ক্রিকেটে দলকে নেতৃত্ব দিতে ইচ্ছুক নয়, সেই কারণেই আমরা অন্য কাউকে চিন্তা করছিলাম। যেহেতু আমরা ৬ মাসের মধ্যে টি-২০ খেলব না তাই সেটা বাছাই করার জন্য অনেক সময় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি সব সময় মনে করি ক্রিকেট মস্তিস্ক এবং ফর্মের মধ্যে কোনও যোগ নেই, কিন্তু যখন একজন খেলোয়াড় দীর্ঘদিন ধরে ফর্মে থাকে না তখন সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আমার মনে হয় লিটন ফর্মে নেই, তবে একজন অধিনায়ক হিসেবে সে খুবই ভালো করেছে এবং তার সবচ♌েয়ে বড় গুন হল নিজের ব্যক্তিগত পারফরম্যান্সকে অধিনায়কত্বের উপর প্রভাব ফেলতে দেয়নি। আশা করব সে তাড়াতাড়ি ফর্মে ফিরবে, কথা বলা হবে ওর সঙ্গে এবং অধিনায়ক হওয়ার দৌড়ে সে এগিয়ে আছে।’
নেতৃত্ব দেওয়াটা মেহেদির কাছে একটা অভ্যাস:
অন্যদিকে অধিনায়ক হওয়ার বিষয়টি নিয়🐽ে মুখ খুলেছেন মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘দেখুন যখন সুযোগ আসবে তখন সেটাকে উপভোগ করাটা জরুরি।’ মেহেদির ও অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা কম নয়। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট এবং ওডিআই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। BPL-এ ঢাকা ক্যাপিটালের অধিনায়ক ও মেহেদি। তিনি বলেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজে নেতৃত্ব দিয়েছি, এখানেও দিয়েছি, সেই কারণে আমারꦅ জন্য এটা নতুন কাজ নয়। অধিনায়কত্ব করাটা একটা অভ্যাস, অনেক দিন গ্যাপ দিলে মাঝেমধ্যে চিন্তা হয়, কন্টিনিউ করলে ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। আরও কীভাবে উন্নতি করা যায় তা ভাবা যায়। আমি সবসময় নেতৃত্ব দেওয়াটা উপভোগ করার চেষ্টা করি।’
BPL চলাকালীন শাকিবকে নিয়ে সিদ্ধান্ত BCB-র:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিব আল হাসানকে খেলানো হবে কিনা সেই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে BPL চলাকালীন, এমনটাই জানালেন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘দে🐽খুন চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের মাটিতে হবে না। তাই ওকে খেলানো হবে কিনা সেটা BPL চলাকালীন আমরা সিদ্ধান্ত নেব। আমি আমার দিক থেকে আরও একবার শাকিবকে দলে ফিরিয়ে আনার চেষ্টা করব। তবে ♈আপনারা জানেন পুরো বিষয়টা সরকারের হাতে। শাকিব এখনও অবসর নেয়নি। নিলে তাহলে বলতাম আর সম্ভব নয়। তার কিছু সমস্যা রয়েছে, যেই বিষয়ে আমার বিশেষ কিছু করার নেই। যদি সরকার চায় তাহলে সম্ভব।’