রঞ্জি ট্রফিতে বাংলা বনাম কেরলের ম্যাচ ড্র হয়ে যাওয়ায় এবারের রঞ্জি ট্রফিতে কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলা দল। যা পরিস্থিতি, তাতে বাকি সব ম্যাচই তাঁদের কাছে মাস্ট উইন। দলকে জিততেই হবে অধিকাংশ ম্যাচে, একমাত্র তবেই সম্ভব হবে পরের রাউন্ডে যাওয়া। বাংলা বনাম বিহার ম্যাচে আগেই বৃষ্টির জন্য এক বলও গড়ায়নি। ফলে খেলা পণ্ড হয়ে গিয়ে ম♔াত্র ১ পয়েন্ট এসেছিল বাংলার দখলে।
রঞ্জিতে বেজায় চাপে বাংলা-
বাংলা বনাম কেরল ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস ছিল আগে থেকেই। কারণ সাইক্লোন দানার আসার কথা 🦄ছিল, সেই সময়। তাই বিসিসিআইয়ের কাছে ম্যাচের দিন বদলের আর্জি জানিয়েছিল সিএবি, তবে তাতে তেমন লাভ হয়নি। আর টানা বৃষ্টির জেরে শুক্রবার ও শনিবার সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে খেলা সম্ভব হয়নি। এরপর প্রথমে ব্যাট করে কেরল দল তুলেছিল ৯ উইকেটে ৩৫৬। পাল্টা ৩ উইকেট হারিয়ে বাংলা দল তোলে ১৮১। যদিও তাতে লাভের লাভ বাংলার তেমন কিছুই হয়নি। কারণ দুই দলের একটি করেও ইনিংস শেষ না হওয়ায়, তাঁদের কেউই বেশি পয়েন্ট তুলতে পারেনি ম্যাচ থেকে।
আরও পড়ুন-ঘরের মাঠেই কিউয়ি সিরিজে হার! বির🍌াটদের অফ ফর্মে স্বস্তি অজিদের! হুঙ্কার কামিন্সের
সুদীপ চট্টোপাধ্যায় অর্ধশতরান করলেন-
অবশ্য বাংলা দলের ব্যাটার সুদীপ চট্টোপাধ্যায় নিজের ধারাবাহিক ফর্ম বজায় রাখেন কেরলের বিপক্ষেও। ব্যাট হাতে করেন অর্ধশতরান। আরেক ওপেনার শুভম দেও অর্ধশতরান করেন। রঞ্জি ট্রফিতে অবশ্য এই🌳 রাউন্ডের ম্যাচে অনেক ব্যাটারই নজর কেড়েছেন।ജ যেমন মধ্য প্রদেশের ক্রিকেটার রজত পাতিদার, তিনি রঞ্জি ট্রফির ইতিহাসে পঞ্চম দ্রুততম শতরান করেন হরিয়ানার বিরুদ্ধে। মাত্র ৬৮ বলেই আসে তাঁর শতরান।
আরও পড়ুন-ভারতে এসে ভারতকে🙈 হারানো! ওরে বাবা! সে তো WTC জেতার থ⛄েকে কঠিন! স্বীকারোক্তি টিম সাউদির…
একঝলকে রঞ্জি ট্রফির ম্যাচের ফলাফল-
অন্𓆏ধ্রপ্রদেশকে ইনিংস ও ৩৮ রানে হারাল হিমাচল প্রদেশ
ওড়িশাকে ইনিংস ও ০৮ রানে হারাল বরোদা
অরূণাচল প্রদেশকে ১০৪ রানে হারাল সিকিম
বাংলা বন🙈াম কেরল ম্যাচ ড্র হল (দুই দলের ⛎প্রথম ইনিংস শেষ হয়নি)
বিহারকে ৮ উইকেটে হারাল কর্ণাটক
অসমকে ১০ উইকেটে হারাল দিল্লি
নাগাল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে দিল গোয়া
পণ্ডিচেরির বিরুদ্ধে💟 ইনিংস ও ৫০ রানে জয় হায়দরাবাদের
সার্ভিসেসের বিরুদ্ধে ইনিংস ও🐎 ২৫ রানে জিতল জম্মু কাশ্মীর
একঝলকে রঞ্জি ট্রফির বাকি ম্যাচের ফলাফল-
ঝাড়খন্ডকে ১০ উইকেটে হারাল চণ্ডিগড়
মেঘালয়কে ১০ উইকেটে হারাল মহারাষ্ট্র
মণিপুরকে ইনিংস ও ২০ রানে হারাল মিজোরাম
উত্তর প্রদেশের সঙ্ꦫগে ড্র করল পঞ্༺জাব (প্রথম ইনিংসে লিড নেয় পঞ্জাব)
রাজস্থানের সঙ্গে ড্র করল💃 গুজরাট (প্রথম ইনিংসে লিড নেয় গুজরাট)
সৌরাষ্ট্রকে ৩৭ রানে হারাল রেলওয়ে
✨তামিলনাড়ুর সঙ্গে ছত্তিশগড়ের ম্যাচ ড্র হল (প্রথম ইনিংসে ল⭕িড নেয় ছত্তিশগড়)
ত্রিপুরা বনাম মুম্বই ম্যাচ ড্র হল (প্রথম ইনিংসে লিড নেয় মুম্꧃বই)
উত্তরাখণ্ডকে ২৬৬ রানে হারাল বিদর্ভ
হরিয়ানার সঙ্গে ড্র করে মধ্যপ্রদেশ (প্রথম ইন🀅িংসে লিড হরিয়ানার)