রিঙ্কু সিং বরাবর খোলামেলা মজাদার চরিত্র হিসেবে পরিচিত। কেকেআর স্কোয়াডকে সর্ღবদা হাসি-ঠাট্টায় মাতিয়ে রাখেন রিঙ্কু। তবে নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত যে আইপিএল ২০২৪-এ🌟র আগে এমন মনখোলা মেজাজে ধরা দেবেন, সেটা কেকেআরের অন্দরমহলের ছবি না দেখলে বোঝা যেত না।
বুধবার কলকাতা নাইট রাইডার্সের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়, যেখানে সুপারহিট একটি বলিউড গানের তালে ডান্স ফ্লোরে ঝড় তুলতে দেখা যায় রিঙ্কু সিংকে। উল্লেখযোগ্য বিষয় হল, রিঙ্কুর সঙ্গে ডান💃্স ফ্লোরে মাতাꦇন নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।
‘জব ভি কোই লড়কি দেখ𒁃ু মেরা দিল দিওয়ানা বোলে’ গানের তালে রিঙ্কু ও🐲 পণ্ডিতের ডুয়েল মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নাইট অনুরাগীরা যরপরনাই আপ্লুত হন এমন ভিডিয়োয়। সুপারহিট গানে জমিয়ে নাচার পরে রিঙকু অলিঙ্গন করেন কোচ পণ্ডিতকে।
টুর্নামেন্ট শুরুর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি এরকমই সব টিম বন্ডিং সেশনের আয়োজন করে থাকে। টিম হোটেলে কেকেআরের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের এমন খোলামেলা মুহূর্ত নিঃসন্দেহে দলের মধ্যে ꦍবোঝাপড়া তৈরিতে সাহায্য করবে।
শুধু রিঙ্কু-পন্ডিতের নাচই নয়, বরং টিম বন্ডিং সেশনে গান গাইতে শোনা যায় কেকেআরের ঘরোয়া স্পিনার সুয়াশ শর্মাকে। নাইট সতীর্থরা সমবেতভাবে উদ্দীপ্ত করেন সুয়াশকে। গোটা মুহূর্তটা উপভোগ করতে দেখা যায় অভিষেক নায়ার-সহ নাইট রাই🍷ডার্সের সাপোর্ট স্ꦏটাফদের।
কলকাতা নাইট রাইডার্স এবছর আইপিএল অভিযান শুরু করবে ২৩ মার্চ অর্থাৎ, টুর্নামেন্টের দ্বিতীয় দিনে। ইডেন গার্ডেন্সের সেই ꦇম্যাচে নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ২৯ মার্চ এবারের ইন্ডিয়ান প্রিমিয়র লিগে নিজেদের দ্বিতীয় তথা প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে কেকেআর। চিন্নাস্বামী স্টোডিয়ামের সেই ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৩ এপ্রিল ভাইজ্যাগে নিজেদের তৃতীয় লিগ ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
কলকাতা নাইট রাইডার্সের চূড়ান্ত স্কোয়াড:-
ব্যাটার: শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অংকৃষ রঘুবংশী, মণীশ পাꦿন্ডে, নীতী🐠শ রানা, রিঙ্কু সিং, শেরফান রাদারফোর্ড।
অল-রাউন্ডার: আন্দ্রে রাসেল, অনুকূল রায়, রমনদীপ সিং, সুনীল নꩲারিন, বেঙ্কটেশ আইয়ার।
উইকেটকꦆিপার: কেএস ভরত,🐓 ফিল সল্ট, রহমানউল্লাহ গুরবাজ।
বোলার: চেতন সাকারিয়া, দুষ্মন্ত চামিরা, হর্ষিত রানা, মিচেল স্টার্ক, মুজিব উর রহমান, শাকিব হুসেন, সুয়াশ শর্মা, বৈভব আরোরা, বরু✃ণ চক্রবর্তী।