রবিবার থেকে শুরু ভারত বাংলাদেশ টি২০ সিরিজ। এই সিরিজে নজর থাকবে যেমন একাধিক তরুণ প্রতিভার দিকে, তারা কেমন নজর কাড়েন। তেমনই নজর থাকবে হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তিদের ওপরও। হার্দিক ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও বরুণ দলে এসেছেন প্রায় ৩ বছর পর। এরই মধ্যে টিম ইন্ডিয়ার আগামীর তারকাকে বেছে নিলেন প্রাক্তন ক্রিকেটার দিনেশ কার্তিক।
ভারতীয় দলের এক তরুণ ক্রিকেটারকেই সম্পদ বলে মনে করছেন দিনেশ কার্তিক। সেই সঙ্গে বর্ষিয়ান এক ক্রিকেটারের ওপরও আগামী দিনে ভারতীয় দলের সাফল্য নির্ভর করবে বলে মনে করছেন তিনি। এই দুই অলরাউন্ডারেরই ক্ষমতা রয়েছে ম্যাচ ফিনিশ করার। আর বোলিংয়েও পারদর্শী তাঁরা।
দিনেশ কার্তিক ভারতীয় দলের আগামীর তারকা হিসেবে বেছে নিয়েছেন রিয়ান পরাগ এবং হার্দিক পাণ্ডিয়াকে। রিয়ান সদ্য টিম ইন্ডিয়ার সদস্য হলেও হার্দিক খেলছেন দীর্ঘদিন ধরে। রিয়ান ব্যাটিয়ের পাশাপাশি স্পিন বোলিংও করেন। হার্দিক সিমার অলরাউন্ডার। টি২০ বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে বোলিং করে তিনিই জেতান রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন-ধোনির জন্য পুরনো নিয়ম ফিরিয়েছে বোর্ড! IPL-এ আদৌ খেলবেন তো মাহি? জানা যাবে চলতি মাসেই…
কার্তিকের কথায়, ‘এই সিরিজে ফিনিশার হিসেবে রিয়ান পরাগ এবং হার্দিক পান্ডিয়ার দিকে নজর থাকবে। হার্দিক ফিনিশার হিসেবে অসাধারণ। অনেক ম্যাচ জিতিয়েছে। গুজরাট টাইটানসে একটু ওপরের দিকে খেলত। কিন্তু আমার মনে হয় হার্দিকের শক্তির কথা মাথায় রেখে আবারও ওর মধ্যে টিম ইন্ডিয়া সেই ম্যাচ ফিনিশ করার লোক খোঁজা চেষ্টা করবে ’।
আরও পড়ুন-শাংহাই মাস্টার্সে জকোভিচকে সতর্ক করল আম্পায়ার! মাথা গরম করে ক্ষোভ দেখালেন জোকারও…
প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার আরও বলছেন, ‘রিয়ান পরাগ এবং হার্দিক দুজনের শক্তি রয়েছে। আর ম্যাচ ফিনিশ করার জন্য এটা অত্যন্ত জরুরি। বল হিটিংয়ের ক্ষেত্রে এদের পারদর্শিতা এবং দুজনেই প্রপার অলরাউন্ডার হওয়ায় , পরের টি২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলকে পুরো অন্যরকম দেখাবে।’ প্রসঙ্গত চলতি বছরে টি২০তে অভিষেক হয় রিয়ানের। তিনি ছয় ম্যাচে ৫৭ রান করেছেন, এখনও পর্যন্ত। নিয়েছেন তিন উইকেট। ফলে কার্তিকের কথাকে সত্যি প্রমাণ করতে গেলে অসমের এই ক্রিকেটারকেও দ্রুত আইপিএলের চেনা ফর্ম আন্তর্জাতিক ক্রিকেটেও দেখাতে হবে।
অন্যদিকে হার্দিক পাণ্ডিয়া টি২০ বিশ্বকাপ জিতলেও তাঁর ব্যাটিংয়ের থেকেও বোলিং নিয়েই বেশি পড়েছেন কোচিং স্টাফরা। ষষ্ঠ বোলার হিসেবে যাতে হার্দিককে ব্যবহার করা যায়, তাই তার সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন মর্নি মর্কেলরা। এখন দেখার, টি২০ অধিনায়কত্ব হারানোর ধাক্কা কাটিয়ে উঠে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কও রানের মধ্যে ফিরতে পারেন কিনা।