আর তিন ম্যাচের অপেক্ষা। সেই তিন ম্যাচে ভারতীয় দল জিততে পারলেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হবে রোহিত শর্মারা। বিরাট কোহলি , শুভমন গিলরা এবারের ICC Champions Trophy-র শুরু থেকেই রয়েছেন ছন্দে। মঙ্গলবার রয়েছে ভারতের সেমিফাইনাল ম্যাচ, যদিও প্রতিপক্ষ ম্যাচের ৪৮ ঘন্টা আগেও ঠিক হয়নি।
আরও পড়ুন-নাকে কেঁদে লাভ নেই! ভারতকে দুবাইয়ে খেলতে হওয়া বাকিদের মতো হইচইয়ে রাজি নন কিউয়িরা
কেরিয়ারের শেষ লগ্নে ট্রফি জিতবে রোহিত, আশায় প্রবীণ
টিম ইন্ডিয়ার কার বিরুদ্ধে শেষ চারে নামবে তাঁর উত্তর মিলবে আজ রাতেই। শেষ দুই আইসিসি ইভেন্টের ফাইনালে মেন ইন ব্লুজরা যাদের মুখোমুখি হয়েছে, তাঁদের মধ্যেই কোনও এক দলের বিরুদ্ধে ম্যাচ হবে টিম ইন্ডিয়ার। গত বছর টি২০ বিশ্বকাপ জিতে ভারতের আইসিসি ট্রফি জয়ের ১১ বছরের অপেক্ষার অবসান ঘটান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কেরিয়ারের পড়ন্ত লগ্নে এসে তাঁরা মুখিয়ে থাকবেন আরও একটা ট্রফি জিততে।
সর্বভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার আশা প্রকাশ করেছেন, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই শেষ হাসি হাসবে। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত যে রোহিত ভারতকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করবে। ফলে আর কয়েকদিনের মধ্যেই ভারতের ঝুলিতে আইসিসি শিরোপার সংখ্যা বাড়বে ’।
‘যেতে যেতে ট্রফি দিয়ে যা…’
বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মাও রয়েছেন কেরিয়ারের পড়ন্ত লগ্নে। টি২০ থেকে ইতিমধ্যেই তাঁরা অবসর ঘোষণা করে দিয়েছেন। শেষবেলায় তাঁদের থেকে ট্রফি চেয়ে প্রবীণ বলছেন, ‘একটা কথাই বলতে চাইব ওদের, বিরাট আর রোহিত-ভাই, যেতে যেতে আরেকটা ট্রফি জিতিয়ে দিয়ে যা ’।
রোহিতকে কৃতিত্ব দিচ্ছেন প্রবীণ কুমার
ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্যের জন্য অধিনায়ক রোহিত শর্মাকে কৃতিত্ব দিয়েছেন প্রবীণ কুমার। তাঁর কথায়, ‘ভারতীয় দল এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো খেলছে। ব্যাটিং হোক বা বোলিং, সব বিভাগেই টিম ইন্ডিয়া দাপট দেখাচ্ছে। সব থেকে ভালো দিক হল, এই দলের সব ক্রিকেটারই ম্যাচ উইনার। আমি দলের এমন পারফরমেন্সের জন্য কৃতিত্ব দেবে রোহিত শর্মার অধিনায়কত্বের। ও হচ্ছে বন্ধুদেরও বন্ধু(ইয়ারো কা ইয়ার)। সত্যিকারের টিম ম্যান যাকে বলে ’।
বিরাটদের ফর্মে ফিরতে সময় লাগে না-
কয়েকদিন আগে পর্যন্ত বিরাট কোহলির ব্যাটিং নিয়ে কথা চললেও ইংল্যান্ড সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে বিরাট সব নিন্দুকদের চুপ করিয়ে দিয়েছেন। তা নিয়েই প্রবীণ বলছেন, ‘বিরাট বা রোহিতের মতো ক্রিকেটারদের তুমি কখনও বলতে পারবে না যে আউট অফ ফর্ম রয়েছে। বিরাট খুবই ভালো খেলছে। ও বড় ম্যাচের ক্রিকেটার। ওর অফ স্টাম্পের বাইরের বলে আউট হওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠছিল, এখন আর সেই সমস্যা আছে? ওর মতো ক্রিকেটারের খুব বেশি ম্যাচ লাগে না ছন্দে আসতে, একটা ইনিংসই যথেষ্ট। এরা কখনই ফর্মের বাইরে থাকে না ’।