সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের সাফল্যের পিছনে তাঁদের ‘সুপার মা’য়েদের বিশাল অবদান রয়েছে। তাঁরা তাঁদের ছেলেদের সফল করার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। যার ফল, এই ক্রিকেটাররা এখন বিশ্ববিখ্যাত। এমন পরিস্থিতিতে রবিবার (১১ মে) ‘মাতৃ দিবস’ উপলক্ষে, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাঁদের মায়েদের জন্য আবেগঘন বার্তা লিখেছেন, যা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। সচিন তাঁর মায়ের একটি ছবিও সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ শেয়ার করেছেন। এছাড়াও, ব🎶িরাট কোহলি এবং রোহিত শর্মা ইনস্টাগ্রামে তাঁদের মায়েদের জন্য আবেগঘন বার্তা লিখেছেন, যা রীতিমতো ভাইরাল๊ হয়েছে।
আরও পড়ুন: IPL 2025 আ🌠পাতত বন্ধ করতে বাধ্য হল BBCI, এর আগেও এ🍸কবার স্থগিত করতে হয়েছিল টুর্নামেন্ট, কবে জানেন?
‘মায়ের জায়গা কেউ নিতে পারবে না’
মাতৃ দিবস উপলক্ষে নিজের মা-কে স্মরণ করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সচিন সোশ্যাল মিডিয়ায় তাঁর মায়ের জন্য একটি হৃ🐈দয়স্পর্শী পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার সবটাই শুরু হয়েছে, তাঁর প্রার্থনা এবং তাঁর শক্তির হাত ধরে। আমার আই সব সময়ে আমার চালিকা শক্তি ছিল, ঠিক যেমন প্রতিটি মা তাঁর সন্তানের কাছে হয়ে থাকে। বিশ্বের সকল অসাধারণ মায়েদের মাতৃ দিবসের শুভেচ্ছা!’
প্রসঙ্গত, ক্রিকেটের ঈশ্বর বলা হয় সচিন তেন্ডুলকরকে। তবে সচিনের মা রজনী🧸 তেন্ডুলকর সচিনের ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে একবারই মাঠে গিয়েছিলেন, যখন তাঁর ছেলে ২০০তম টেস্ট ম্যাচ খেলছিলেন, তখন প্রথম বারের মতো তাঁর ম্যাচ দেখতে এসেছিলেন সচিন জনন। তাও ছেলের পীড়াপীড়িতে। এক সাক্ষাৎকারে রজনী তেন্ডুলকর এই তথ্য প্রকাশ করেছিলেন।
বিরাট তাঁর মায়ের জন্য লিখেছেন আবেগঘন বার্তা
মাতৃ দিবস উপলক্ষে ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বের সকল মায়েদের মাতৃ দিবসের শুভেচ্ছা। আমি একজন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি, একজন আমাকে গ্রহণ করেছেন এবং একজনকে আমাদের সন্তানদের শক্তিশালী, স্নেহময়ী মা হয়ে উঠতে দেখেছি। 𒈔তোমাদের প্রতিদিন ভালবাসি।’ এই পোস্টে বিরাট তাঁর স্ত্রী অনুষ্কা এবং তাঁর মা ও তাঁর শাশুড়ি, অর্থাৎ অনুষ্কার মায়ের ছবি পোস্ট করে তিন জনকেই সম্মান জানিয়েছেন।
আরও পড়ুন: মুখে একꦑেবারে ঝামা ঘষে দিয়েছে UAE, PSL 2025 স্থগিত করতে বাধ্য ��হল PCB
রোহিতেরও বিশেষ বার্তা
এছাড়াও, ভারতীয় ওডিআই দলের 𒈔অধিনায়ক রোহিত শর্মা মা দিবসে ইনস্টাগ্রামে একটি গল্প পোস্ট করেছেন, যেখানে তিনি তাঁর মা, স্ত্রী এবং মেয়ের একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘যাঁরা আমাদের জন্য পৃথিবীকে সুখের জায়গা করে তুলেছেন, তাদের মাতৃ দিবসের শ🤡ুভেচ্ছা।’