Zaheer Khan's controversial comment on Lucknow pitch: প্রথমে কলকাতা নাইট রাইডার্স, এরপর চেন্নাই সুপার কিংস। এবার সেই একই সমস্যার সম্মুখীন হল লখনউ সুপার জায়ান্টসও। ঘরের মাঠের পিচ নিয়ꦑে বিরক্ত লখনউ সুপার জায়ান্টস শিবির। প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান তো সরাসরি পিচ কিউরেটরের দিকে আঙুল তুলেছেন। এবার একানা স্টেডিয়ামের পিচ নিয়ে হতাশ হলেন জাহির খান। নিজেদের ঘরের মাঠের পিচ নিয়ে ফের কোনও ফ্র্যাঞ্চাইজি বিতর্কিত মন্তব্য করল।
লখনউ সুপার জায়ান্টস (LSG) নিজেদের ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে, এরপরেই জাহির খান পিচ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ঘরের মাঠে খেলার সময় সাধারণত কিছুটা সুবিধা নেওয়ার চেষ্টা করে দলগুলো, 💖কিন্তু আমাদের কিউরেটর সেটা ভাবেননি। মনে হচ্ছিল যেন পিচটি পঞ্জাবের কিউরেটর বানিয়েছেন।’
‘এটা আমাদের ঘরের মাঠ, এমনটা আর হতে পারে না’ -জাহির খান
পরাজয়ের পর জাহির খান বলেন, ‘আমি একটু হতাশ, কারণ এটি আমাদের ঘরের মাঠের ম্যাচ। আইপিএলে আপনি দেখেছেন, কিভাবে দলগুলো ঘরের মাঠের সুবিধা নেওয়ার চ👍েষ্টা করে। কিন্তু এখানে কিউরেটর সেভাবে ভাবেননি। মনে হ🐠চ্ছিল যেন পঞ্জাবের কিউরেটর এসে পিচ বানিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘এটা নতুন সেটআপ আমার জন্যও। তবে আশা করি, এই প্রথম ও শেষবার এমন কিছু দেখতে হল। লখꩵনউ ভক্তদের জন্য এটা হতাশার, যারা এত আশা নিয়ে প্রথম হোম ম্যাচ দেখতে এসেছিল।’
জাহির খান আশ্বাস দেন, LSG দলটি পরবর্তী ম্যাচগুলোতে নিজেদের মাঠে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি বলন, ‘আমরা দল হিসেবে আত্মবিশ🥀্বাসী। হ্যাঁ, আমরা এই ম্যাচ হেরেছি, তবে ঘরের মাঠে ছয়টি ম্যাচ বাকি আছে এবং আমরা যা করার দরকার, সেটাই করব।’
আরও পড়ুন … IPL 2025: ‘নোটবুক সেলিব্রেশন’ করে বিপদে LSG-র বোলার দিগ্বেশ! শাস্তি দিল BCCI, ট্রোল করল 𒆙পঞ্জাব
পিচ নিয়ে ঋষভ পন্ত কী বলেছিলেন?
ম্যাচ-পরবর্তী উ🍬পস্থাপনায় লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্ত বলেন, LSG চেয়েছিল ধীরগতির পিচে খেলতে, কিন্তু বাস্তবে সেটি হয়নি। PBKS মাত্র ১৭২ রানের লক্ষ্য ২২ বল বাকি থাকতেই তাড়া করে ফেলে। স্পিনারদেরও তেমন কোনও সহায়তা মেলেনি, যেখানে রবি বিষ্ণোই ৩ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
জাহির খানকে প্রশ্ন করা হয়েছিল, তারা কি পিচ ভুলভাবে মূল্যায়ন করেছিলেন?
জাহির খান জবাবে বলেন, ‘দেখুন, আমরা তো কিউরেটরের কথাই শুনব, তাই না? এটাকে কোনও অজুহাত হিসেবে দেখছি না। গত মরশুমেও দেখেছি, এখানে ব্যাটসম্যানদের সমস্যায় পড়তে হয়েছে, আবার বোলাররাও ভালো করেছে। কিন্তু ঘরের মাঠে যদি দলকে সমর্থন দেওয়া না হয়, তাহলে সমস্যা তৈরি হয়। সকলকে বুঝতে হবে, এটা আমাদের দল যারা লখনউয়ে খেলছে এবং 🐲জয় নিশ্চিত করতে সকলকে ভূমিকা রাখতে হবে।’
লখনউয়ের ঘরের মাঠে জয়সংখ্যা কমেই যাচ্ছে
চলতি মরশুমে তিন 𒉰ম্যাচের মধ্যে দুটি হেরেছে LSG। তাদের হোম রেকর্ডও এখন পর্যন্ত হতাশাজনক। একানা স্টেডিয়ামে সম্পন্ন হওয়া ১৫টি ম্য🍷াচের মধ্যে মাত্র ৭টিতে জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। এই ১৫ ম্যাচের মধ্যে মাত্র একবারই ২০০ রান পেরিয়েছে কোনও দল, যা বোঝাচ্ছে পিচ দলের চাহিদার সঙ্গে মিলছে না।
এটাই ক্রিকেটের বাস্তবতা: জাহির খান
জাহির খান বলেন, ‘আইপিএলের এটাই স্বভাব। কখনও আপনাকে ঘরের মাঠে খেলতে হ🍷বে, কখনও বাইরের মাঠে। এই মরশুমে এটাই ছিল আমাদের প্রথম হোম ম্যাচ, তাই প্রত্যাশা বেশি ছিল। কিন্তু পঞ্জাব আমাদের হারিয়েছে, এটাই ক্রিকেটের বাস্তবতা।’
আরও পড়ুন … IPL 2025: শ্রেয়সকে জড়িয়ে ধরলেন, পন্তের দিকে আঙুল তুল🌄লেন! ফের বিতর্কে LSG-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা
শীঘ্রই জয়ে ফিরবেই লখনউ: জাহির খান
তবে তিনি আশ্বস্ত করেন, LSG দলটি সঠিক মনোভাব নিয়ে খেলছে। জাহির খান ꦅবলেন, ‘এই দলটি এখন পর্যন্ত যা খেলেছে, তাতে প্রমাণ হয়েছে, আমরা সঠিক মানসিকতা নিয়ে আইপিএল খেলছি। আমরা নতুন নতুন কৌশল প্রয়োগ করব, লড়াই করব, জয় পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’ শেষে জাহির খান বলেন, ‘আমরা লখনউ সুপার জায়ান্টসের ভক্তদের কিছু দিতে চাই। তাদের জন্য আমরা লড়ব, জয় ছিনিয়ে আনব।’