ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে ২ উইকেটে হেরে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারল কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে ওঠার অঙ্কটা তারা জটিল করে তুলল। তাদের আইপিএল ২০২৫-এর প্লে-অফ🌸ে উঠতে হলে এখন আর শুধু বাকি দুই ম্যাচ জিতলেই চলবে না, সেই সঙ্গে অন্যান্য দলের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে।
১২টি ম্যাচের মধ্যে কেকেআর মাত্র ৫টিতে জিতেছে। ছয় ম্যাচে হেরেছে। একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। ১১ পয়েন্ট নিয়ে কেকেআর এখনও ছয়েই থাকল। বরং কেকেআর হারায়, লখনউ সুপার জায়ান✅্টস ক্ষীণ আশার আলো দেখল। লখনউ ১১ ম্যাচের মধ্যে পাঁচটিতে▨ জিতেছে। ছ'টি ম্যাচ হেরেছে। তাদের হাতে এখনও তিনটি ম্যাচ আছে। তবে তাদেরও অন্যান্য দলের পয়েন্ট নষ্টের দিকে তাকিয়ে থাকতে হবে।
পয়েন্ট𒁏 টেবলের যা পরিস্থিতি তাতে, গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কার্যত প্লে-অফে পৌঁছে গিয়েছে। বাকি ২টি জায়গার জন্য এখন লড়াই চলছে। আপাতত এই লড়াইয়ে পঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি 🤡ক্যাপিটালসের আশা কেকেআর এবং এলএসজি-র চেয়ে বেশি। আর এই দলগুলোর পয়েন্ট নষ্টের দিকেই এখন তাকিয়ে থাকতে হবে নাইটদের।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) গুজরাট 🐈টাইটান্স- ♌১১ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +০.৭৯৩)
২) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১১ ম্যাচে ৮টি জয়, ৩টি হার,🔴 ১৬ পয়েন্ট (নেট রানরে🍷ট +০.৪৮২)
আরও পড়ুন: IPL-এ বিরাট রেকর্ড গড়লেন স্কাই, সচিনের নজির চুরমার করে 🦩ইতিহাস লিখলেন 🌞MI ব্যাটার
৩) পঞ্জাব কিংস- ১১ ম্যাচে ৭টি জয়, 🎀৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৫ পয়েন্ট (নেট রানরেট +০.৩৭৬)
৪) মু♔ম্বই ইন্ডিয়ান্স- 🐬১২ ম্যাচে ৭টি জয়, ৫টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +১.১৫৬)
৫) দিল্লি ক্যাপিটালস- ১১ ম্যাচে ৬টি জয়, ৪টি হার, রেඣজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট +০.৩৬২)
৬) কলকাতা নাইট রাইডার্স- ১২ ম্যাচে ৫টি ♛জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১১ পয়েন্ট (নেট রানরেট +০.১৯৩)
৭) লখনಌউ সুপার জায়ান্টস- ১১ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০ꦿ.৪৬৯)
৮𒈔) সানরাইজার্স হায়দরাবাদ- ১১ ম্যাচে ৩টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৭ পয়েন্ট (নেট রানরেট -১.১৯২)
৯) রাজস্থান রয়্যালস- ১২ ম্যাচে ৩টি জয🧸়, ৯টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -০.৭১৮)
১০) চেন্নাই সুপার কিংস- ১২ ম্যাচে ৩টি জয়, ৯ট🃏ি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -০.৯৯২)